টলিতারকাদের দলবদলকে কটাক্ষ অপর্ণা সেনের, তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে তোপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: শুধুমাত্র ক্ষমতার লোভেই ‘ডুবন্ত জাহাজ’ তৃণমূলকে ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন অনেকে। টেলিতারকাদের বিজেপি-যোগের পরিপ্রেক্ষিতে এ ভাবেই দুই দলের দিকেই তোপ দাগলেন অপর্ণা সেন।

লোকসভা ভোটের পর দলবদল শুরু হয়েছিল। দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছিলেন একাধিক নেতা-কর্মী-বিধায়ক। রাজনৈতিক পালাবদলের সেই হাওয়া এসে লেগেছে টলিউডেও। বৃহস্পতিবারই পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, ঋষি কৌশিক, বিশ্বজিৎ বন্দোপাধ্যায়-সহ টলিউডের ১২ জন তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সদস্যপদ গ্রহণ করেন তাঁরা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন।

আগামী ছবি ‘ঘরে বাইরে আজ’-এর প্রিমিয়ারের জন্য দিল্লি গিয়েছিলেন অপর্ণা সেন। সেখানেই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বিজেপিতে যোগদানকারী টলি তারকাদের একহাত নিয়ে তিনি বলেন, “ওঁদের নিয়ে আমার কিছু বলার নেই। যেদিকে ক্ষমতা মানুষ সেদিকেই যায়। তৃণমূল এখন ক্ষমতা হারাচ্ছে। তাই ওঁরা বিজেপিতে গিয়েছেন।” তিনি আরও বলেন, সিপিআইএম যখন ক্ষমতায় ছিল তখন এই অভিনেতা-অভিনেত্রীরা তাদের সঙ্গে ছিলেন। তারপর তৃণমূল ক্ষমতায় এলে সেইদিকে ঝুঁকলেন। এখন বিজেপি ক্ষমতায় আসছে তাই তাঁরা আবার দলবদল করলেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest