Adipurush Director Om Raut Kisses Kriti Sanon On Cheek Outside Tirupati Temple, Sparks Controversy

Adipurush: মন্দিরের ভিতরে কৃতিকে চুম্বন পরিচালকের, বিজেপি নেতার রোষে ‘আদিপুরুষ’!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘আদিপুরুষ’ রিলিজ করার আগে থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কখনও নিম্নমানের VFX আবার কখনও স্টোরিলাইন আবার কখনও রামের চরিত্রে প্রভাসকে মানাচ্ছেনা বলেও আওয়াজ তুলছেন সিনে অনুরাগীরা। তবে, এবার যেন এক জোরালো বিতর্ক।

সম্প্রতি পরিচালক ওম রাউতের সঙ্গে নায়িকা কৃতি স্যানন গিয়েছিলেন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। সেখানে ছবির সাফল্যের প্রার্থনায় পুজো দিয়েছিলেন দু’জনে। তাঁদের একগুচ্ছ ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। তার পরই শোরগোল।

মন্দির চত্বর ছেড়ে যাওয়ার আগে ওম জড়িয়ে ধরেছিলেন কৃতিকে। গালে এঁকে দিয়েছিলেন সংক্ষিপ্ত চুম্বন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। নেটাগরিকরা তো নিন্দায় সরব হয়েছিলেনই, এ বার সেই দেখে অন্ধ্রপ্রদেশে বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নাইডু তীব্র প্রতিবাদ করে উঠলেন। তাঁর মতে মন্দিরে এ ধরনের প্রেম প্রদর্শন নিন্দনীয় এবং অসম্মানজনক। টুইট করে রমেশ লিখেছেন, “তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রকাশ্যে চুম্বন এবং আলিঙ্গন একেবারেই অনুচিত কাজ হয়েছে। ধর্মীয় স্থানে এ ধরনের অসম্মানজনক কাজ বরদাস্ত করা যায় না।”

যদিও পরে অন্ধ্রপ্রদেশের বিজেপির রাজ্য় সম্পাদক রমেশ নাইডু তাঁর সেই টুইট মুছে দেন। ততক্ষণে অবশ্য নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে সেই টুইটের স্ক্রিনশট। এদিকে, চিলকুর বালাজি মন্দিরের প্রধান পুরোহিত কৃতি শ্যাননকে চুম্বনের ভিডিয়োতে লেখেন ‘এটা একটি নিন্দনীয় কাজ। এমনকি স্বামী-স্ত্রীও একসঙ্গে ওখানে (মন্দির) যান না। আপনি হোটেলের ঘরে গিয়ে এটা করতে পারেন। আপনার আচরণ রামায়ণ এবং দেবী সীতাকে অপমান করার মতো।’

সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই মুখ খুললেন পর্দার ‘সীতা’ কৃতী স্যানন। অভিনেত্রী সাফ বলেন, “তিরুপতি দর্শন করে আমার হৃদয় ইতিবাচকতায় ভরে উঠেছে। যেন আরও বল পেলাম। আর আপনারা যেভাবে আদিপুরুষ এবং জানকীকে ভালবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” এরপরই বিতর্ককে ঠেঁস দিয়ে কৃতী বললেন, “এখনও হাসছি।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest