Aditi Munshi Cancelled all her shows due to this reason

Aditi Munshi: আচমকাই অসুস্থ, বাতিল হল একাধিক শো, কিন্তু কী হয়েছে অদিতি মুন্সীর?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অসুস্থ কীর্তন গায়িকা অদিতি মুন্সী। তাঁকে বাতিল করতে হয়েছে একের পর এক অনুষ্ঠান। ২০ নভেম্বর থেকে তাঁর একাধিক শো ছিল বলে জানা যাচ্ছে, তবে সবকটিই বাতিল করতে হয়েছে। জানা যাচ্ছে, একপ্রকার বাধ্য হয়েই অনুষ্ঠানগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অদিতি মুন্সী। কিন্তু কী হয়েছে ‘রাই কিশোরীর’?

অদিতিকে যোগাযোগ করা হলে জানা যায়, গায়িকার গলা একেবারেই ভেঙে গিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ভয়েস ইনজ্যুরি’। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই তিনি। তাই এক প্রকার বাধ্য হয়েই শোগুলি বাতিল করতে হল অদিতিকে। তাঁর সহকারী জানান, দুর্গাপুজোর সময় থেকেই তিনি একের পর এক শো করছেন। মাঝে আমেরিকায় যান গানের অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তন হওয়ায় বেশ প্রভাব ফেলেছে অদিতির কণ্ঠে। লাগাতার শো থাকায় বিশ্রাম পায়নি তাঁর গলা। তাই অসুস্থ হয়ে পড়েন। আপাতত ক’দিন চিকিৎসক তাঁকে ‘ভয়েস রেস্ট’-এ থাকার পরমার্শ দিয়েছেন। সেটি মেনে চলছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই তিনি ফিরবেন মঞ্চে। আগামী মাস থেকেই ফের শো শুরু করবেন অদিতি।

এদিকে অদিতিও তাঁর বয়ানে শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘গলার অবস্থা খারাপ, তবে আপনাদের গান না শোনাতে পারার দুঃখ রয়েছে। আশা করছি দ্রুত ফিরে আসতে পারব গানের জগতে।’

এদিকে জানা যাচ্ছে ২০ নভেম্বর ডানকুনি ষষ্ঠীতলা উল্কা সংঘ ক্লাব, ২২ নভেম্বর চন্দননগর কানাইলাল পল্লী, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠান ছিল অদিতি মুন্সির। তবে এই অনুষ্ঠানগুলির কোনওটিতেই তিনি যেতে পারছেন না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest