The News Nest: চলতি বছরের মার্চ মাসেই ৪০০ বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থর সঙ্গে আংটিবদল করেছিলেন ‘বিব্বজান’ অদিতি রাও হায়দরি। আজ ১৬ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়লেন এই তারকাজুটি। একেবারে সাদামাটাভাবেই দক্ষিণী ঐতিহ্য মেনে বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ।
বলিউডে বিয়ের সাজের ক্ষেত্রে ছক ভেঙেছেন অনেকেই। লাল, গোলাপির মতো উজ্জ্বল রঙের বদলে প্যাস্টেল শাড়িতে রণবীর কপূরের গলায় মালা দিয়েছিলেন আলিয়া ভট্ট। আবার মায়ের সাদা রঙের চিকনকারি শাড়িতে সেজে পরিণীতা হয়েছিলেন সোনাক্ষী সিংহ। অদিতির বিয়ের সাজ কেমন হবে, তা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছিল। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে সেই কৌতূহলের অবসান ঘটালেন নববধূ। সাজলেন একেবারে ঘরোয়া সাজে। পারিবারিক ঐতিহ্য এবং রীতিনীতি মেনে।
সোমবার সকালে বিয়ের ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে তারকাদম্পতি লিখেছেন, “তুমি আমার চাঁদ, সূর্য এবং তারা। আজ থেকে একসঙ্গে পথ চলা শুরু হল।” বিয়ের এক গুচ্ছ ছবি ভাগ করে অনুরাগীদের একেবারে চমকে দিয়েছেন তাঁরা।
দক্ষিণী মতে বিয়ে হয়েছে। সাজগোজেও দক্ষিণী ছাপ রয়েছে। অদিতি এবং সিদ্ধার্থ দু’জনকেই সাজিয়েছেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। ঘিয়ে রঙের মাহেশ্বরী টিস্যু লেহঙ্গা পরেছেন অদিতি। সঙ্গে বেনারসি টিস্যুর দোপাট্টা। লেহঙ্গা জুড়ে জরির কাজ । সোনালি রঙের ব্লাউজ আর কুন্দনের হালকা গয়না নতুন বৌয়ের সাজে এনেছে আলাদা মাধুর্য। কোমর ছাপানো বিনুনিতে ফুলের মালা। পায়ে চওড়া তোড়া। দুই ভুরু, মাঝখানে ছোট্ট লাল টিপ। দু’হাত চওড়া বালা। নাকে ঝুলছে নোলক। ছিমছাম সাজ আর চোখমুখে লাজুক আভা মেখে নতুন জীবনে পা দিলেন অদিতি।