এবার সঙ্গীত পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব, মামলার হুমকি দিলেন বিতর্কিত গায়ক নোবেল

ফেসবুকে প্রায়ই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় সারেগামাপা খ্যাত বাংলাদেশের গায়ক মঈনুল আহসান নোবেলকে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফেসবুকে প্রায়ই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় সারেগামাপা খ্যাত বাংলাদেশের গায়ক মঈনুল আহসান নোবেলকে। কখনো রকস্টার জেমসকে, কখনো বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিষয় নিয়ে কটূক্তি করে পোস্ট আসে তার ‘নোবেলম্যান’ নামের পেজ থেকে। সমালোচনা শুরু হলে পরে জানা যায় আইডি হ্যাক হয়েছে নোবেলের। দিন কয়েক আগেও একই ঘটনা দেখা গেল নোবেলের ফেসবুক পেজে। পেজ হ্যাক হয়েছে দাবি করে সেটি উদ্ধার করেছেন তিনি৷

তবে একের পর এক পেজ হ্যাক হওয়া ও রহস্যজনকভাবে উদ্ধারের ঘটনায় সংশয় তৈরি হয়েছে নেটিজেনদের মনে। অনেকেই দাবি করছেন পেজ হ্যাকিংয়ের বিষয়টি নোবেলের সাজানো নাটক কি না তা খতিয়ে দেখতে ৷ তবে সেই সমালোচনার রেশ না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন নোবেল। এবার তিনি ওপর বাংলার সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন৷ এর মূলে আছে গানের সুর ও সংগীতায়োজনের মালিকানা৷

দিন কয়েক ধরে নোবেল তার পেজে নতুন গান ‘মেহেরবান’ এর প্রচার চালাচ্ছেন। সেখানে গানটির পরিচয় দিতে গিয়ে তিনি সুর ও সঙ্গীতে নিজের নাম উল্লেখ করেছেন৷ তবে বেশ অনেকদিন ধরেই এটা প্রকাশিত যে ‘মেহেরবান’ গানটি নোবেল গাইছেন আহমেদ হুমায়ূনের কথা ও সুর ৷ তাই তার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহমেদ হুমায়ূন। তিনি নিজের ফেসবুকে এ ব্যাপারে লিখেছেন, ‘এই শাস্তি আমার জন্য খুব দরকার ছিলো। কারণ পাপ আমি করেছি শাস্তিতো আমাকেই পেতে হবে। এক অমানুষ মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু ভুলেই গেছিলাম অমানুষ তো আর মানুষ হবার নয়।এই অপরাধে আপনারা আমাকে শাস্তি দিন। যার যা মন চায় তাই শাস্তি দিন। আমি মাথা পেতে নেবো।’

আরও পড়ুন: সানি লিওন আর আইটেম সং যেন এক সুতোয় গাঁথা! জন্মদিনে দেখে নিন তাঁর ডান্স ভিডিওগুলি…

‘আমার সুর সঙ্গীত করা গান তার নামে পোস্ট দিছে। অথচ সারাদেশ জানে আপিকামিং এই মেহেরবান গান আমার সুর সঙ্গীত করা। আমিও দেখি এই গান তোর মত অমানুষের নামে কেমনে রিলিজ হয়।’ হুমায়ূন আরও লেখেন, ‘আর হ্যাঁ আইডি হ্যাক করার নামে যে নতুন নাটক চলতেছে এগুলা কেউ বিশ্বাস কইরেন না প্লিজ। এগুলো ও নিজেই করে। আমি সত্যিই এই জাতির কাছে লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’

মামলার হুমকি দিয়ে পালটা দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন নোবেল৷ উল্লেখ্য, এই আহমেদ হুমায়ূনের হাত ধরেই সে দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেটেকের সঙ্গে একাধিক গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নোবেল।

আরও পড়ুন: শাহরুখের সংলাপ বলে বিদায় নিচ্ছে ‘মানি হেইস্ট’! কি পরিণতি হবে প্রফেসর-টোকিওদের?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest