এবার ‘লাভ জিহাদে’র কোপে অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’! নেটদুনিয়ায় সিনেমা বয়কটের ডাক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

​লাভ জিহাদের প্রচার করছে লক্ষ্মী বম্ব। লাভ জিহাদকে কোনোভাবেই সমর্থন করা হবে না। সেই কারণে এবার বয়কট করা উচিত লক্ষ্মী বম্বকে। এবার এমনই দাবি করলেন নেট জনতার একাংশ।

৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’। তার ঠিক এক মাস আগে অর্থাৎ ৯ অক্টোবর ছবির ট্রেলার প্রকাশ করেন অক্ষয়। সেই সূত্রেই জানা যায়, নায়কের চরিত্রের নাম আসিফ এবং নায়িকার নাম পূজা। কেন নায়কের মুসলিম নাম এবং নায়িকার হিন্দু নাম, এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার ‘আল্লাহ বম্ব’ লিখে কটাক্ষ করেছেন। ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌমিত্রের করোনা রিপোর্ট নেগেটিভ, শারীরিক অবস্থারও উন্নতি

২০১১ সালে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরানার তামিল ছবি ‘কাঞ্চনা’র (Kanchana) অফিশিয়াল রিমেক ‘লক্ষ্মী বম্ব’। নিজের পরিচালনায় ও প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছিলেন দাক্ষিণাত্যের তারকা রাঘব লরেন্স (Raghava Lawrence)। রাঘবই ‘লক্ষ্মী বম্ব’-এর পরিচালক। তিনিই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রের নামও ছিল রাঘব। অক্ষয়ের চরিত্রের নামও তা রাখা হল না কেন? এই প্রশ্নও করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার একাংশের আপত্তির জেরে তানিষ্ক বিতর্কিত বিজ্ঞাপন ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন একাধিক তারকা। বিজ্ঞাপনের নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন দিব্যা দত্তা। তিনি এই অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হয়েছেন। নিজেদের জীবনের উদাহরণ তুলে ধরে প্রতিবাদ জানিয়েছেন মহম্মদ জিসান আয়ুব এবং মিনি মাথুর।

আরও পড়ুন: পুজোর আগে এক্কেবারে ছকভাঙা সাজে ধরা দিলেন ‘রানীমা’ দিতিপ্রিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest