Aindrila Sharma Last Rites Performed By Boyfriend Sabyasachi Chowdhury And Father Uttam Sharma At Keoratala Burning Ghat

Aindrila Sharma: পঞ্চভূতে বিলীন ঐন্দ্রিলা, মুখাগ্নি করলেন অভিনেত্রীর বাবা ও সব্যসাচী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছর বয়সে পৃথিবীকে চিরবিদায় জানিয়েছেন তিনি। রবিবার বিকেলে কেওড়াতলায় ঐন্দ্রিলা শর্মার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হল। এদিন অভিনেত্রীর মুখাগ্নি করেন তাঁর বাবা উত্তম শর্মা এবং কাছের বন্ধু সব্যসাচী চৌধুরী।

এদিন বিকেল সোয়া পাঁচটা নাগাদ কুঁদঘাটের বাড়িতে পৌঁছয় ঐন্দ্রিলার মরদেহ। ২৪ বছরের অভিনেত্রীর অকালমৃত্যুতে স্বাভাবিক ভাবেই বিষাদের ছায়া তাঁর পাড়ায়। কুঁদঘাটের আইভরি টাওয়ারে থাকতেন ঐন্দ্রিলা। রবিবার বিকেলে ওই আবাসনের বাইরে এলাকার মানুষজনের ভিড় উপচে পড়েছে। বাড়ি থেকে টেকনিশিয়ান স্টুডিও হয়ে তাঁর দেহ পৌঁছয় কেওড়াতলায়।

আরও পড়ুন: Manabjamin: মুক্তি পেল শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর টিজার

কেওড়াতলা শ্মশানে ঐন্দ্রিলার শেষকাজে তাঁর অনুরাগী বা সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধিরা ঢুকতে পারেননি । অভিনেত্রীর শেষকৃত্যে একমাত্র তাঁর পরিবারের সদস্যরা এবং রাজ্যের মন্ত্রীরাই থাকতে পারবেন। এমনই জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। কেওড়াতলায় পরিজনের সৎকারের জন্য যাঁরা এসেছিলেন, তাঁরা ঐন্দ্রিলার মরদেহ দেখতে ভিড় করেন।

পৌনে ৮টা নাগাদ শ্মশান থেকে বার হলেন অভিনেত্রীর পরিবারের সদস্য-সহ প্রেমিক সব্যসাচী চৌধুরী। শেষকাজের পর ঐন্দ্রিলার অস্থি বিসর্জন করা হবে। অস্থি নিয়ে ঘাটের দিকে রওনা দিয়েছেন তাঁরা। রবিবার ঐন্দ্রিলার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান পরিচালক রাজ চক্রবর্তী-সহ টলিপাড়ার কলাকুশলী। পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালের বাইরে ভিড় করেন ঐন্দ্রিলার অনুরাগীরা।

আরও পড়ুন: Aindrila Sharma: সব্যসাচীকে ছেড়ে অমৃতলোকে ঐন্দ্রিলা, রূপকথার মত ভালবাসার সাক্ষী থাকল সময়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest