Akanksha Dubey’s Video Of Crying In Instagram Live Hours Before Death Goes Viral

Akanksha Dubey: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কাঁদতে কাঁদতে লাইভ! দানা বাঁধছে আকাঙ্ক্ষা-মৃত্যু রহস্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে ভোজপুরি নায়িকা আকাঙ্ক্ষার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন অভিনেত্রী। কিন্তু কী এমন হল যে, নিজেকে শেষ করে দিতে হল তাঁকে? উঠে এসেছে নানা প্রশ্ন। আর এরই মধ্যে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। তাঁর অনুরাগীরা জানাচ্ছে, ওই ভিডিয়োটিই তাঁর শেষ ভিডিয়ো। মৃত্যুর ঘণ্টা কয়েক আগে ইনস্টাগ্রামে লাইভ এসেছিলেন তিনি। সেখানেই হাউহাউ করে কাঁদতে দেখা যায় আকাঙ্ক্ষাকে। কষ্টে ছিলেন তিনি? সেই উত্তরই খুঁজছে পুলিশ।

তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পরিবার ও ভক্তরা অভিযোগের আঙুল তুলেছে আকাঙ্খার প্রেমিক সমর সিংয়ের দিকে। অভিনেত্রী কাজলও ইনস্টাগ্রামে রহস্যময় পোস্টের মাধ্যমে আকাঙ্খার আত্মঘাতীর ঘটনায় পরোক্ষভাবে সমরকেই দায়ী করেছেন। এবার মেয়ের মৃত্যুতে মুখ খুললেন আকাঙ্খার মা। সময় সিং ও তাঁর ভাই সঞ্জয় সিং-ই তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন। ভোজপুরী গায়ক সমর সিং ও তাঁর ভাই আকাঙ্খাকে হুমকি দিত বলেও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন অভিনেত্রীর মা।

আরও পড়ুন: Atif Aslam: দুই ছেলের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন আতিফ, শেয়ার করলেন সদ্যজাতর ছবি

আকাঙ্খার মায়ের দাবি অনুযায়ী, সমর সিং আর সঞ্জয় সিং আকাঙ্খাকে তাঁর পারিশ্রমিক দিতেন না। গত তিন বছর ধরে প্রায় কয়েকক কোটি টাকার কাজ করেছেন। কিন্তু, এক কানাকড়িও দেওয়া হয়নি তাঁর মেয়েকে। ২১ মার্চ সমর আর তাঁর ভাই সঞ্জয় আকাঙ্খাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। ফোনে সেই কথা মাকে জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, নতুন ছবি ‘নায়ক’-এর কাজ শুরু করেছিলেন নায়িকা। বেনারসই ছিল শুটিংস্থল। এ দিনই তাঁর প্রথম শুটিংয়ে যাওয়ার কথা ছিল। সকাল ৯ টা নাগাদ তাঁর মেকআপ শিল্পী ঘরে ঢুকতে গিয়ে দেখেন আর বেঁচে নেই আকাঙ্ক্ষা। তিনি দেখেন, বিছানার ওপর বসে রয়েছে। আর গলায় শক্ত করে বাধা স্কার্ফ।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বেলিডান্সের ভিডিয়ো শেয়ার করেছিলেন আকাঙ্ক্ষা। এর পরেই কেন তিনি এমনটা ঘটালেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁর ভক্তরা। কাজের জগতে বেশ সফল ছিলেন তিনি। হাতে একটির পর একটি কাজ ছিল তাঁর। এমনকি ইনস্টাগ্রামেও তার অনুরাগীর সংখ্যা কম ছিল না। তাই প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে করলেও এর নেপথ্যে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Shah Rukh Khan: গোটা পরিবারের সঙ্গে একফ্রেমে শাহরুখ; ছবিতে মুগ্ধ ভক্তকুল

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest