করোনায় থমকে নেই ঋতুস্রাব, ১০০০০ দুঃস্থকে স্যানিটারি ন্যাপকিন বিলি ‘প্যাডম্যান’ অক্ষয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: রিল লাইফের পর রিয়েল লাইফেও ‘প্যাডম্যান’-এর ভূমিকায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এগিয়ে এলেন দুঃস্থ মহিলাদের সাহায্যে। করোনাভাইরাস মোকাবিলায় মোটা অঙ্কের অর্থ দান করেছেন ‘এয়ারলিফ্ট’ অভিনেতা। এবার তিনি দুঃস্থ মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণের উদ্যোগ নিলেন। ‘সমর্পন’ নামে একটি এনজিও-র সঙ্গে হাত মিলিয়ে মুম্বইয়ে দুঃস্থ মহিলাদের ১০ হাজার স্যানিটারি প্যাড বন্টন করবেন তিনি।

এই উদ্যোগ সম্পর্কে অক্ষয় ট্যুইট করে সবাইকে তাতে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন। লিখেছেন, একটা ভালো কাজে আপনাদের সমর্থনের প্রয়োজন। কোভিডের সময় পিরিয়ড থামে না,মুম্বইয়ের দুঃস্থ মহিলাদের প্যাড জোগানোর ব্যাপারে সাহায্য করুন। এই দান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

এনজিও-টির প্রতিষ্ঠাতা ড. রুমা ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতে মাত্র ৪২ শতাংশ মহিলা প্যাড ব্যবহার করেন। এর কারণ  ক্রয় ক্ষমতার অভাব, পর্যাপ্ত সরবরাহ, পিরিয়ড সম্পর্কে সচেতনতার ঘাটতির মতো বিভিন্ন কারণ।

বছর দুয়েক আগে ‘প্যাডম্যান’ ছবির মাধ্যমে পিরিয়ডস বা ঋতুস্রাব নিয়ে সচেতনতা প্রচার করেছিলেন। মাসিকের দিনগুলিতে মহিলাদের কীভাবে শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত, সেই বার্তা দিতেই বাস্তবের ‘প্যাডম্যান’ অরুনাচল মুরুগানান্থমের ভূমিকায় পর্দায় অবতরণ করেছিলেন। 

এর আগে সেলিব্রিটি শেফ বিকাশ খান্না তাঁর সংস্থার মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন বিলি করেছিলেন দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে। ক্যাটরিনা কাইফও স্যানিটারি সামগ্রী বিলি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার অক্ষয় কুমার নিজেই ময়দানে নেমেছেন নারীদের কথা ভেবে।

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest