Akshay Kumar's bell bottom is Banned !

‘Bell Bottom’ : ব্যান করা হল অক্ষয় কুমারের বেল বটম!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৯ অগস্ট সিনেমা হলে খরা কাটিয়ে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে Akshay Kumar, Vaani Kapoor, Lara Dutta, Huma Qureshi অভিনীত ছবি বেল বটম। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলেও সৌদি আরব, কাতার এবং কুয়েতে বড় ধাক্কা খেল এই ছবি। এই তিন দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে Bell Bottom-এর প্রদর্শনে।

সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, এক সূত্র জানিয়েছেন ‘বেল বটমের দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে হাইজ্যাকাররা লাহোর থেকে প্লেনটিকে দুবাই নিয়ে যাচ্ছে। বাস্তবে ১৯৮৪ সালে যে প্লেন হাইজ্যাকের ঘটনা ঘটেছিল, তাতে আরবের ডিফেন্স মিনিস্টার শেখ মহম্মদ বিন রাশিদ আল মাকতুম নিজে এই বিষয়টি হ্যান্ডেল করেছিলেন, এবং আরবের সরকারের তৎপরতায় ধরা পড়েছিল হাইজ্যাকাররা। কিন্তু ছবিতে দেখানো হয়েছে ভারতীয় আধিকারিকরা আরবের ডিফেন্স মিনিস্টারকে অন্ধকারে রেখে গোটা অপারেশনটি করেন। সম্ভবত এই কারণেই সৌদি আরব, কাতার এবং কুয়েতে বেল বটম দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

আরও পড়ুন:  Afghanistan Crisis: আমেরিকা-তালিবান চুক্তি? ৩১ অগাস্ট পর্যন্ত সরকার গঠন করবে না তালিবানরা

এই স্পাই থ্রিলারে RAW-এর এজেন্টের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। তাঁরই কোড নেম বেল বটম। একটি প্লেন হাইজ্যাকের ঘটনায় ডাক পড়ে আন্ডার কভার এজেন্টের। ছবির গল্প এগোয় কীভাবে ২১০ জন পণবন্দীকে উদ্ধার করা যায় এবং হাইজ্যাকারদের উচিত শিক্ষা দেওয়া যায় সেই প্ল্যানিংয়ের মাস্টারপ্ল্যান রোল আউট করাকে কেন্দ্র করে। রঞ্জিত তিওয়ারি পরিচালিত এই ছবিটি অক্ষয় কুমারের অন্যান্য ছবির মতোই real incident-এর উপর তৈরি। ৭০-এর দশকের শেষের দিকে এবং ৮০ দশকের গোড়ায় ঘটে যাওয়া দুটি ইনসিডেন্টের প্রেক্ষাপটে তৈরি এই ছবি।

আরও পড়ুন: যৌনসুখ পেতে গোপনাঙ্গে রাজমা ঢুকিয়ে এ কী হাল হল ‘আহাম্মক’ যুবকের!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest