Alia Bhatt and Ranbir Kapoor are married... Actress confirms

আমার আর রণবীরের বিয়ে হয়ে গিয়েছে! আলিয়ার মন্তব্যে শোরগোল বলিউডে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বি-টাউনের অন্যতম চর্চিত তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বহু দিন ধরেই বলিউডে কান পাতলে তাঁদের বিয়ে নিয়ে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে। করোনা মহামারীর জন্য পিছিয়েছিল তাঁদের বিয়ে। তাই শেষ পর্যন্ত তাঁরা কবে বিয়ের পিঁড়িতে বসছে তা নিয়ে কৌতুহল তুঙ্গে। কিন্তু ইতিমধ্যেই আলিয়া বললেন, রণবীর ও তাঁর নাকি বিয়ে হয়ে গিয়েছে (Ranbir Kapoor Alia Bhatt wedding)।

রণবীর কাপুর আর আলিয়া ভাট প্রেম করছেন! বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে সেরা খবর ছিল এটাই। গুঞ্জন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, ঠিক তখনই রণবীর আর আলিয়া ঠিক করে ফেললেন, আর গোপন রাখবেন না তাঁদের প্রেম। তবে মুখে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আলিয়া বার বার রণবীরের প্রতি প্রেম উজাড় করে দেন। একই ভাবে আলিয়ার প্রতিও প্রেম, ভালবাসা উজাড় করে দেন রণবীর।

আরও পড়ুন: Lata Mangeshkar: অস্থিভষ্ম তুলে দেওয়া হল পরিবারের হাতে, সংগ্রহ করলেন ভাইপো

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া যেন আরও বেশি স্পষ্টবাদী হয়ে উঠলেন। রণবীরের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, কোনও লুকোচুরি না করেই উত্তর দিলেন তিনি। আলিয়া জানালেন, ”রণবীরের সঙ্গে বহু আগেই আমার বিয়ে হয়ে গিয়েছে। তবে তা মনে মনে। আসলে, বহু বছর ধরেই রণবীরকে স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। সেই অর্থে আমি আর রণবীর বিবাহিত!”

২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রণবীর এবং আলিয়া। সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন দু’জনে। তখন যদিও ‘প্রেমটা টিকবে তো?’ জাতীয় একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন দুই তারকা-সন্তান। দীপিকা-ক্যাটরিনার সঙ্গে প্রেমের পর ঋষি-পুত্রের মন থিতু হয়েছিল মহেশ-কন্যার কাছে। সেই সম্পর্কের মেয়াদ নিয়েও চর্চার শেষ ছিল না। রণবীরের বর্ণিল অতীতের কথা মনে করে অনেকেই ভেবেছিলেন, বলিউডের বাকি দুই নায়িকার মতোই শেষমেশ রণবীরের প্রাক্তনের সুদীর্ঘ তালিকায় নাম জুড়বে আলিয়ারও।

কিন্তু সব গুঞ্জন-কটাক্ষ নাকচ করে রণবীর জানিয়েছিলেন, অতিমারি বাধ না সাধলে আলিয়ার সঙ্গে সাত পাক ঘুরতেন ২০২০-তেই।

আরও পড়ুন: Lata Mangeshkar: গোদাবরীতে রীতিনীতি মেনে লতার অস্থি বিসর্জন, উপস্থিত আশা ভোঁসলে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest