Alia Bhatt married 'Twice': Karan Johar reveals

Alia Bhatt: ‘এক সপ্তাহে ২ বার বিয়ে করেছে আলিয়া’, বিস্ফোরক করণ জোহর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করণ জোহর তাঁর মেন্টর। পরিচালক-প্রযোজকের হাত ধরেই বলিউডের ‘স্টুডেন্ড অফ দ্য ইয়ার’ হয়েছিলেন আলিয়া ভাট। তারপর একের পর এক প্রজেক্টে অভিনেত্রী হিসেবে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন। বলিউডের গণ্ডী পেরিয়ে তিনি এখন হলিউডেও স্টার। বেজায় সখ্যতা গড়ে উঠেছে ‘ওয়ান্ডার উইম্যান’ গ্যাল গ্যাডটের সঙ্গে। স্বামী-সন্তান নিয়ে ঘরকন্নার পাশাপাশি তাঁর কেরিয়ারও এখন উর্ধ্বগামী। করণ জোহরের সেই ‘স্টুডেন্ড’ আলিয়া এখন বলিপাড়ার ‘রানি’, এবার সিনেমা নিয়ে শোরগোলের মাঝেই কাপুরবধূর ‘কীর্তি’ ফাঁস করলেন করণ।

করণ জানিয়েছেন, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির বিয়ের দৃশ্যটি শ্যুট করা হয়েছিল আলিয়া এবং রণবীর কাপুরের বিয়ের এক সপ্তাহের মধ্যেই। অর্থাৎ আলিয়া একই সপ্তাহের মধ্যে দু’বার দুই রণবীরকে বিয়ে করেন বলে জানিয়েছেন। করণের কথায়, ‘আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের বিয়ে যে দিন হল, তার চার দিনের মধ্যেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র বিয়ের দৃশ্যের শ্যুটিং ছিল। তার মানে আলিয়া ওই সপ্তাহে দু’বার বিয়ে করে। একবার বাস্তবে। আর একবার পর্দার জন্য।’

আরও পড়ুন: AR Rahman: ‘ইসলাম আমার জীবনে শান্তি এনে দিয়েছে’, ধর্ম বদল নিয়ে মুখ খুললেন এ আর রহমান

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র বিয়ের দৃশ্যে তাঁর হাতে যে মেহেন্দির দাগ দেখা যায়, সেটি তাঁর বাস্তবের বিয়ের মেহেন্দিরই ডিজাইন। শুধুমাত্র সেই ডিজাইনকে আর একবার স্পষ্ট করা হয়েছিল। রাজস্থানে ওই গানটি শ্যুটিং হয়। চেহারাতেও নববধূর গ্ল্যামার ঠিকরে বেরচ্ছিল। জানা গিয়েছে, সেই সময়ে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং তাড়াতাড়ি শেষ করার পরিকল্পনা ছিল সকলের। আর তাই তড়িঘড়ি এমন করা।

নিত্যদিন খবরের শিরোনামে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। এই ছবি নিয়ে বিটাউনে চর্চার অন্ত নেই। তারকা খচিত ১৫০ কোটি বাজেটের ছবি ইতিমধ্যেই সিনেসমালোচক থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: Miss Venezuela: নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিয়ো বানানোর দু’মাসের মধ্যেই মৃত্যু মডেলের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest