সিনেমা হলে নয়, সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে সড়ক ২,জানালেন মুকেশ ভাট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: মহেশ ভাটের সড়ক ২ হাঁটছে সোজাসুজি ডিজিটাল রিলিজের পথে। বহুদিন ধরেই এই ছবির মুক্তি নিয়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত ছবির প্রযোজক মুকেশ ভাট জানিয়ে দিলেন ছবির মুক্তি হবে ডিজিটাল প্ল্যাটফর্মেই।

এই ছবিতেই প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছেন আলিয়া ভাট। সংবাদ সংস্থা পিটিআইকে মুকেশ ভাট জানান, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,কমবার কোনও লক্ষণ নেই। এই অবস্থায় কী করে থিয়েটার খুলবে? আর যদি খুলেও যায়,সড়ক টু মুক্তিও পায় তাহলে মানুষ কি সেটা দেখতে আসবেন? মানুষকে নিজের পরিবারের সুরক্ষার কথা মাথায় রাখতে হবে। জীবনের দাম বেশি’।

আরও পড়ুন: বলিউডের অনেকে তারকাই বিরক্ত করণ জোহরের উপর! কারা জানেন?

মহেশ ভাট পরিচালিত, পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত সড়ক (১৯৯১) ছবির সিক্যুয়েল এই ফিল্ম। টিকে থাকতে গেলে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির বাইরে কোনও উপায় দেখছেন না প্রযোজক মুকেশ ভাট। ‘আমি বাধ্য হচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিতে, কারণ ভবিষ্যতে কোনও আশার আলো দেখছি না। এটাই এখন একমাত্র পথ, আর কোনও রাস্তা খোলা নেই’, জানান মুকেশ ভাট। 

করোনা সংকটে ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ-আয়ু্ষ্মানের গুলাবো-সিতাবো। এছাড়াও OTT প্ল্যাটফল্মে আনুষ্ঠানিক মু্ক্তির ঘোষণা হয়ে গিয়েছে- বিদ্যা বালানের শকুন্তলা দেবী (আমাজন প্রাইম), জাহ্নবী কাপুরের গুঞ্জন সাক্সেনা..দ্য কার্গিল গার্ল (নেটফ্লিক্স) এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ( ডিজনি প্লাস হটস্টার)।

বলিউডের বেশ কিছু আসন্ন ছবি যেমন রণবীর সিংয়ের ৮৩, অক্ষয় কুমারের সূর্যবংশীর মতো ছবি অপেক্ষা করবে বলেই জানিয়েছে। অর্থাৎ, বড় পর্দা ছাড়া এই ছবিগুলি মুক্তি পাবে না। 

আরও পড়ুন: কেউ আমাকে শেষ করে দিতে চাইছে! মৃত্যুর কী আগাম গন্ধ পেয়েছিলেন সুশান্ত?

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest