সুশান্ত মৃত্যুর জের, ইউটিউবে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়ল মহেশ-আলিয়ার সড়ক ২-এর ট্রেলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রায় দু’দশক পর পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। তাঁরই নব্বইয়ের দশকের ছবি সড়ক-এর রিমেক নিয়ে। ছবি রিলিজ হবে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার ডিজনিতে। তবে ট্রেলর রিলিজের পরেই সড়ক-২ নিয়ে শোরগোল শুরু হয়েছে। সড়ক -২ এর ট্রেলার মুক্তির মাত্র ৬ ঘন্টার মধ্যে সড়ক টু যাতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ডিজলাইক পাওয়া ছবির ট্রেলার হওয়ার রেকর্ড গড়ল।

এতদিন পর্যন্ত ১.১ মিলিয়ান ডিজলাইকের সঙ্গে গোস্টবাস্টার্সের ট্রেলার ছিল ইউটিউবের সবচেয়ে অপছন্দের ছবির ট্রেলার। সে জায়গায় মাত্র  ৭ ঘন্টায় সড়ক টুয়ের ট্রেলারে পড়ছে ১.৬ মিলিয়ান ডিজলাইক।মাত্র পাঁচ ঘন্টাতেই এই ছবির ট্রেলারে ডিজলাইকের সংখ্যা ছিল ১০ লক্ষাধিক! আপাতত সড়ক টুয়ের ট্রেলারে লাইক সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার। আর ডিজলাইক সংখ্যা ৩ লক্ষ ১ হাজার। সুতরাং এই ছবির ট্রেলারে লাইকের চেয়ে ৯০% বেশি ডিজলাইক পড়েছে, যা সত্যি অকল্পনীয়।

আরও পড়ুন: খুশির খবর নবাব বাড়িতে! দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা, দাদা হতে চলেছে তৈমুর

বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজমের অভিযোগ দীর্ঘদিনের। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু সেই আগুনেই ঘি ঢেলেছিল। সারা দেশের একটা বড় অংশ গর্জে উঠেছিল বিটাউনের রাঘববোয়ালদের বিরুদ্ধে। প্রভাবশালীদের সন্তান ওরফে স্টারকিডরা কী ভাবে অন্যান্য যোগ্য এবং প্রতিভাবানদের কেরিয়ার নষ্ট করেছেন সে বিষয়ে মুখ খুলেছিলেন খোদ ইন্ডাস্ট্রিরই অনেকে। মাঝে অবশ্য সুশান্তের মৃত্যু প্রসঙ্গে অন্যান্য অনেক তথ্য প্রকাশ্যে আসায় খানিক ধামাচাপা পড়ে গিয়েছিল এই স্বজনপোষণের ধারণা। তবে আজ সড়ক-২ এর ট্রেলর রিলিজের পরেই ফের মাথাচাড়া দিয়েছে নেপোটিজম সংক্রান্ত আলোচনা।

কমেন্ট বক্সেও ক্ষোভ উগরে দিয়েছেন এসএসআর-এর ফ্যান-ফলোয়াররা। কেউ বলেছেন আপনাআপনিই আঙুল চলে গিয়েছে ডিজলাইক অপশনে। কেউ বা বলেছেন সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার চান, তাই ছবি দেখবেন না। এর পাশাপাশি সিনেমা বয়কট এবং হটস্টার বয়কটের দাবিও তুলেছেন অনেকেই। এর আগে সিনেমার পোস্টার রিলিজের পরেও দেদার ট্রোলড হয়েছিলেন কলাকুশলীরা।

আরও পড়ুন: Gunjan Saxena -The Kargil Girl review: কেমন অভিনয় করলেন জাহ্নবী, জেনে নিন ভিডিওর সাহায্যে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest