Alia Bhatt wraps her arms around Ranbir Kapoor in Diwali photo, fans shower love

বিয়ের গুঞ্জনের মধ্যেই রণবীর-আলিয়ার প্রকাশ্যে রোম্যান্স, দীপাবলির শুভেচ্ছায় নজর কাড়লেন জুটি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

খুল্লমখুল্লা প্যায়ার করেঙ্গে হামদোনো…. এই বার্তায় আলোর উত্সবের মাঝে দিয়ে ফেললন আলিয়া ভাট। দিওয়ালিতে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আদুর ছবি পোস্ট নায়িকার। খুব শীঘ্রই রণবীর-আলিয়ার বিয়ের সানাই বাজবে, বহুদিন ধরেই এমনটা শোনা যাচ্ছে। তবে বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এদিন রণবীরের সঙ্গে প্রায় ম্যাচিং পোশাকে পাওয়া গেল আলিয়া। দুজনেই পরেছিলেন নীল রঙা সাবেকি পোশাক। চোখে চোখে, বাহুডোর দিয়ে আগলে রেখেছেন কোমর- এই রোম্যান্টিক ছবিতে মন হারাচ্ছে নেটপাড়া।

এদিন বাঁধনি লেহেঙ্গা-চোলিতে ধরা দিলেন আলিয়া। খোলা চুল, ঝোলা দুল আর ছোট্ট টিপে সেজেছেন রণবীর কাপুরের হবু স্ত্রী। রণবীর পরেছিলেন গাঢ় নীল রঙের কুর্তা। রণবীরের হাত জড়িয়ে রেখেছিল আলিয়ার কোমর। আলিয়াও জড়িয়েছিলেন রণবীরকে…।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

২০১৭ থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর–আলিয়া। ঋষি কাপুর ক্যানসারের চিকিৎসার কারণে আমেরিকায় থাকার সময় তাঁকে দেখতে গিয়েছিলেন আলিয়া। কাপুর পরিবারের যে কোনও অনুষ্ঠানেই নায়িকার উজ্জ্বল উপস্থিতি। রণবীরের মা নীতু কাপুর অত্যন্ত পছন্দ করেন আলিয়াকে। এর আগে কখনও দীপিকা পাড়ুকোন, কখনও বা ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে আলিয়ারও সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে জড়িয়েছে নাম।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

কাপুর পরিবারের ঘনিষ্ঠ নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সাংবাদিকদের জানান, ঋষি কাপুরের প্রয়াণের এক বছর না হলে রণবীর বিয়ে করবেন না, এমন স্থির করেছিলেন। কয়েক মাস আগেই ঋষির প্রয়াণের এক বছর সমূর্ণ হয়েছে। অন্যদিকে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন তিনি এবং আলিয়া। ফলে সেই ছবি মুক্তি পাওয়ার আগে তাঁরা বিয়ে করবেন না বলেই খবর। আবার কোনও কোনও মহলের মতে, করোনা পরিস্থিতিতে পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করে নেবেন এই জুটি। ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হলে পার্টি দেওয়ার পরিকল্পনা করেছেন। যদিও গোটা বিষয় নিয়ে রণবীর বা আলিয়া এখনও প্রকাশ্যে মুখ খোলোননি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest