Alia Bhatt's 1st look from 'Brahmastra' unveiled on her 29th birthday

জন্মদিনে বড় চমক দিলেন আলিয়া, প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’-এ ইশার প্রথম ঝলক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন। বিশেষ দিনে ভক্তদের উদ্দেশ্যে সক্কাল সক্কাল উপহার দিলেন আলিয়া। ২৯-এ পা দিলেন বলি সুন্দরী। আলিয়া-রণবীর অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’-এর ফার্স্ট লুক শেয়ার করলেন আলিয়া।

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে,  আলিয়া ভাট রণবীর কাপুরকে জাপটে ধরে রয়েছেন। তাদের চারদিকে আগুন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলিয়াকে ভিন্ন অবতারে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। টিজারে তাকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। লাল শাড়িতে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট। তারপরেই আবার সাদা পোশাকে দেখা গিয়েছে আলিয়া ভাটকে, যেখানে কেউ  তার সামনে আগুনের গোলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা দেখা গেছে। এখানেই শেষ নয়, ভিডিওর শেষে আলিয়াকে একটি বিস্ফোরণ থেকে নিজেকে এবং রণবীরকে  রক্ষা  করতে দেখা গেছে। টিজারের একেবারে শেষ আলিয়াকে একা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: Alia Bhatt: এবার হলিউডে আলিয়া! স্ক্রিন শেয়ার করবেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যালের সঙ্গে

শেয়ার করা ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন নিজেকে। ইশার সঙ্গে দেখা করার জন্য একটি ভালো দিন এবং একটি ভাল উপায় এছাড়া আর নেই.. আশ্চর্য ছেলে অয়ন। আমি তোমাকে ভালোবাসি। ধন্যবাদ! #ব্রহ্মাস্ত্র’।

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রক্ষ্মাস্ত্রে’ রণবীরের চরিত্র শিব। তাঁর বান্ধবী ইশার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। এই প্রথমবার একসঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর এবং আলিয়া। ছবিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ব্রক্ষ্মাস্ত্র’।

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের রাজ্যত্যাগের জন্য বিজেপিই দায়ী, ‘The Kashmir Files’ – এর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest