স্বজনপোষণ নিয়ে বলিউড তোলপাড়। এরই মধ্যে তারকা পরিবার থেকে আবার একজনের ফিল্মি দুনিয়ায় পা-রাখার তোড়জোড়। তবে, এ ক্ষেত্রে যে পরিবার জড়িয়ে রয়েছে, সেই নামটি ধারে এবং ভারে অনেক এগিয়ে – বচ্চন। হ্যাঁ, জল্পনা যে দিকে এগোচ্ছে তাতে সিনেমায় নামতে পারেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
অগস্ত্যর বয়স এখন মাত্র ১৯। অমিতাভ কন্যা শ্বেতার পুত্র তিনি। তবে বলিউডে ‘স্টার-কিড’ তমকা থাকলে যা হয়, তাঁকে ঘিরে চর্চা এখন থেকেই। অতি সম্প্রতি এক সংবাদপত্রে অগস্ত্য জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর হাতে অনেকগুলি ছবির প্রস্তাব। নিজেকে প্রস্তুত মনে করলেই নেমে পড়বেন শুটিং ফ্লোরে। তবে গত বছর পর্যন্ত পরিস্থিতি ছিল একেবারেই উলটো। শ্বেতা এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন, তাঁর ছেলেমেয়েরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করুক, সেটা তিনি চান না। কারণ হিসেবে তিনি ভাই অভিষেকের উদাহরণ তুলে ধরেছিলেন। শ্বেতার বক্তব্য ছিল, বলিউডের কেরিয়ার তৈরির চাপ অনেক বেশি। সকলে সেটা সামলাতে পারবে, তার কোনও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন: কুখ্যাত ডন বিকাশ দুবের বায়োপিকে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী! কী বললেন অভিনেতা?
https://www.instagram.com/p/CBNkkbPJOJi/
তবে মায়ের পছন্দ নিয়ে অগস্ত্য যে খুব একটা মাথা ঘামাচ্ছেন না, সেটা বোঝাই যাচ্ছে। নায়কদের মতো পেশিবহুল শরীর তৈরি করতে নিয়মিত ব্যায়াম করেন বাড়ির জিমে। কয়েক সপ্তাহ আগে নাতির শরীরচর্চায় সামিল হয়েছিলেন অমিতাভও। সেই ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়।অগ্যস্ত কিন্তু মামাবাড়ির মান রাখার মতোই সুন্দর। লম্বা, টুকটুকে ফর্সা এই যুবককে প্রায়ই দেখা যায় অমিত, অভিষেক, অ্যাশ সহ বচ্চন পরিবারের সোশ্যাল হ্যান্ডেলে। এছাড়া, লকডাউনে মুম্বইয়ে মামাবাড়িতে আটকে পড়ায় তাঁকে দেখা গেছে নীতু সিংহের জন্মদিনের পার্টিতেও। সেখানে উপস্থিত ছিলেন করণ জোহরও।
তাহলে কি করণ জোহরের আগামী কোনও ভেঞ্চারে দেখা যাবে অগ্যস্তকে? তেমনটাই হলে ‘স্বজনপোষণ’ এর শ্রেষ্ঠ উদাহরণ হয়ে উঠবে অগ্যস্তের বলিউড অভিষেক।কিন্তু বরাবরই যিনি বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকতে ভালবাসেন সেই শাহেনশা কি এতটাই কাঁচা কাজ করবেন? জল্পনা বাড়ছে।
আরও পড়ুন: আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করেছে দাউদ গ্যাঙ! নয়া দাবি নিয়ে আসরে প্রাক্তন RAW অফিসার