Amitabh Bachchan to play Rabindranath Tagore

Amitabh Bachchan: অমিতাভ বচ্চন এবার রবীন্দ্রনাথ ঠাকুর? নয়া খবরে সরগরম বলিউড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন! হ্যা এই মুহূর্তে বলিউডের অন্দরে এমনটাই খবর ঘুরপাক খাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে ছবির নাম হতে পারে ‘টেগোরস টেল আনফোল্ডেড’।

আশুতোষ গোয়াড়িকর বিশ্বকবির জীবনের অজানা দিক তুলে ধরতে চলেছেন। কবিগুরুর শেষ বয়সের চেহারা রূপটানের সাহায্যে ধারণ করেছেন ‘শাহেশনা’। কাঁধছোঁয়া লম্বা চুল, বুক পর্যন্ত দাড়ি-গোঁফ। ধূসর রঙের আলখাল্লা পরনে। সব মিলিয়ে অমিতাভ রবীন্দ্রনাথ ঠাকুরকে জড়িয়ে নিয়েছেন নিজের মধ্যে।

আরও পড়ুন: Chaleya: দু’বাহু ছড়িয়ে চেনা ঢঙে ফিরছেন ‘কিং অফ রোম্যান্স’, মুক্তির অপেক্ষায় ‘জওয়ান’ ছবির নতুন গান

বিগ বি বা পরিচালকের তরফ থেকে অবশ্য বিষয়টি নিয়ে কোনও বার্তা আসেনি। এও শোনা যাচ্ছে, এআই বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে শাহেনশার এই লুক নাকি ছড়িয়ে দেওয়া হয়েছে। যা দেখে নেটব্যবহারকারীরা রসিকতা করেছেন, ‘রেখা কি ‘কাদম্বরী’ হচ্ছেন’?

অমিতাভ আপাতত ব্যস্ত তাঁর রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে। ১৪ আগস্ট থেকে সিজন ১৫-এর সম্প্রচার শুরু হয়েছে। প্রথম দিন থেকেই উন্মাদনা তুঙ্গে শো ঘিরে। অমিতাভর রবীন্দ্রনাথ ঠাকুরের সাজ ছড়িয়ে পড়া মাত্র চর্চা শুরু। অনেকেই জানতে চেয়েছেন, কবি জীবনের কোন বিশেষ পর্যায় জায়গা করে নেবে আশুতোষের ছবিতে? ‘শাহেনশা’কে কতটা মানাবে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন কিছু জন।

আরও পড়ুন: Divya Dutta: ভারি স্তনের জেরে কটাক্ষ! গুরুত্ব না দিয়ে জামার বোতাম খুলে রাখছেন দিব্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest