গায়ের ওপর শ-খানেক মৌমাছি! টানা ১৮ মিনিট দুঃসাহসিক ফটোশ্যুট অ্যাঞ্জেলিনা জোলির

টানা ১৮ মিনিট নিঃশব্দে, ঠাঁয় একভাবে দাঁড়িয়ে ছিলেন অ্যাঞ্জেলিনা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বরাবরই ‘আউট অব দ্য বক্স’ পছন্দ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। এ বার টানা আঠেরো মিনিট গায়ে মৌমাছি নিয়ে ফোটোশুট করলেন তিনি। সচেতনতা প্রচারেই তাঁর এই অভাবনীয় উদ্যোগ।

বিশ্ব মৌমাছি সংরক্ষণ দিবসে মৌমাছির গুরুত্ব বোঝাতেই এই পন্থা বেছে নিয়েছেন তিনি। কিন্তু কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন? কীভাবেই বা মৌমাছির কামড় থেকে রক্ষা পেলেন তিনি? বিষদে বললেন চিত্রগ্রাহক ড্যান উইন্টারস। ড্যান নিজেও মৌমাছি সংগ্রহকারী। এই শুটে সবার আগে মুখ্য ছিল অ্যাঞ্জেলিনার নিরাপত্তা। সেই নিরাপত্তা যাতে বজায় থাকে সে কারণে ৪০ বছর আগে চিত্রগ্রাহক রিচার্ড আভেডনের বিখ্যাত ‘বি-কিপার পোট্রেট’এর পন্থা নেন ড্যান।

 

View this post on Instagram

 

A post shared by Dan Winters (@danwintersphoto)

আরও পড়ুন: শেষ রক্ষা হল না, প্রয়াত অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং

সাদা অফ সোল্ডার পোশাকে কোনো বিশেষ স্যুট পরা ছিলেননা অ্যাঞ্জেলিনা। সেটে তিনি ছাড়া ইউনিটের বাকি সকলে সেফটির জন্য বিশেষ স্যুট পরা ছিল। মৌমাছিদের শান্ত রাখছে স্টুডিও ঘর প্রায় অন্ধকার রাখা হয়েছিল। মৌমাছি জমায়েত করতে পারে সম্ভাব্য স্থানগুলিতে আগে থেকে ব্যবহার করা হয়েছিল ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। সেই কারণে চাক বাঁধতে অথবা হুঁল ফোটাতে পারেনি মৌমাছি।

 

View this post on Instagram

 

A post shared by Dan Winters (@danwintersphoto)

টানা ১৮ মিনিট নিঃশব্দে, ঠাঁয় একভাবে দাঁড়িয়ে ছিলেন অ্যাঞ্জেলিনা। সেই পরিস্থিতিতে ফটোশ্যুট চালিয়েছিলেন ড্যান। সঙ্গে উঠে এসেছে মৌমাছি সংরক্ষণে সচেতনতার বার্তা।

আরও পড়ুন: নিয়মিত শরীরচর্চা! ইমেজ ভেঙে ‘বকুল’ এখন হট Hot and Happening

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest