Anirban bhattacharya stuns the audience with teaser of Ballabhpurer Rupkatha

Ballavpurer Rupkatha: ভয় ধরানো টিজার, আশা জাগাচ্ছে অনির্বাণের বল্লভপুরের রূপকথা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তৈরি হয়ে যান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) পরিচালনায় প্রথম ছবি বল্লভপুরের রূপকথার (Ballabhpurer Roopkotha) জন্য ৷ এসভিএফ-এর ব্যানারে এই ছবি মুক্তি পাবে চলতি বছর কালী পুজোয় ৷ তবে অফিসিয়াল টিজার (Ballabhpurer Roopkotha teaser) ইতিমধ্যেই হাজির হয়েছে ৷ যা বেশ মনে ধরেছে দর্শকদের ৷

বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য বানিয়েছেন বাংলা ছবি ‘বল্লভপুরের রূপকথা’। তাঁর কথায়, “ছোটবেলা থেকেই হরর-কমেডি আমার ভীষণ পছন্দের ৷ বাংলা ছবিতে ভৌতিক বিষয়ের সমান্তরালে বিদ্রুপ থাকলেও তা যেন একটু কম পড়ে যেত ৷ বল্লভপুরের রূপকথা প্রতিটি পরতে দর্শকদের চমকে দেবে এবং আমি এটিকে যতটা সম্ভব উজ্জ্বল ও আনন্দদায়ক রাখতে চাই ৷ এসভিএফ-এর সঙ্গে পরিচালক হিসেবে আমার প্রথম চলচ্চিত্রের মুক্তির জন্য মুখিয়ে আছি ৷ এই ছবি নিয়ে আমি সত্য়িই আশাবাদী ৷” এর আগে ওয়েব সিরিজ মন্দারে পরিচালক হিসেবে ডেবিউ করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অনির্বাণ ৷ এ বার দর্শকের দরবারে তাঁর পরীক্ষা চলচ্চিত্র বিভাগে ৷

‘বল্লভপুরের রূপকথা’য় (Ballavpurer Rupkatha) দুই প্রধান চরিত্র। রায় পরিবারের শেষ উত্তরাধিকারি ভূপতি রায় এবং তাঁর ভৃত্য মনোহর। এই দু’জনকে নিয়েই ছবির গল্প এগনোর কথা। অর্থাভাবে ভুগছেন একসময় বল্লভপুরের রাজত্ব সামলানো রায় পরিবারের এই বংশধর। অবশেষে বাড়ি বিক্রির প্রস্তাব আসে ভূপতি রায়ের কাছে। এরপর বাড়ির ক্রেতা, ভূপতি, ভৃত্য মনোহর আর ভূতে মিলে শুরু হয় নানা কাণ্ডকারখানা। আর তা নিয়েই যে পরিচালক অনির্বাণ ভট্টাচার্য চমক দিতে চলেছেন, তার প্রমাণ মিলেছে টিজারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest