Site icon The News Nest

নতুন পথচলা শুরু অনির্বাণ-মধুরিমার, দেখুন বিয়ের ফটো ও ভিডিও

125865440 680453459320473 6480080239510129893 n

‘দম্পতি‌’ হলেন অনির্বাণ–মধুরিমা। ‌বৃহস্পতিবার সন্ধেবেলা সাত পাক সারলেন তাঁরা। নিমন্ত্রিত ১০০–১৫০ জন। মিডিয়ার প্রবেশ নিষেধ। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই জীবনের এই সুন্দর মুহূর্তটি কাটাতে চেয়েছিলেন অনির্বাণ। তার ওপরে কোভিডকে এড়িয়ে চলা তো বটেই। সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

রেজিস্ট্রির পর মালাবদল ও সিঁদুর দান পর্ব। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য প্রমুখ। আগামিকাল, শুক্রবার বড় করে অনুষ্ঠান হওয়ার কথা। যেখানে উপস্থিত থাকবেন আরও বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। টলি পাড়ার তারকা থেকে নাট্য জগতের তারকারা।

লাল রঙে একে অপরকে রাঙিয়েই নতুন জীবন শুরু করল অনিবার্ণ-মধুরিমা। একদম ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে সারলেন দুজনে। তবে সিঁদুরদান, মালাবাদলের পালা চলেছে। করোনাবিধি মাথায় রেখে প্রিয়জনদের ঘরোয়া আয়োজনে হয়েছে এই বিয়ে। অনির্বাণ জানালেন,’বিশেষ কোনও আয়োজন নেই, আমাদের নাটকের দলের লোকেরা জায়গাটা সাজিয়েছে। সীমিত পরিসরে আমরা আজকের এই অনুষ্ঠানটা করলাম’।

125865440 680453459320473 6480080239510129893 n

মধুরিমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন- ‘এখনও উপভোগ করার কিছু সুযোগ পাইনি, তবে হ্যাঁ পাব, অপেক্ষায় রয়েছি’। অনিবার্ণের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা পাগলামি প্রসঙ্গে তাঁর স্ত্রীর মত, ‘এইটুকু তো হওয়ারই ছিল বলে আমার মনে হয়’।

গতে বাঁধা ব্যক্তিত্ব নন অনির্বাণ, মধুরিমাও তাঁর মনের মানুষ। সুতরাং গতে বাঁধা ছকে তাঁদের বিয়েটাও হয়নি তাঁদের। মন্ত্র উচ্চারণ করে না করে তাই রেজিস্ট্রি বিয়ে, বন্ধু আর পরিচিতদের সঙ্গে গান, গল্প, আড্ডা আর খাওয়াদাওয়া করেই নতুন জীবন শুরু করলেন রঙ্গমঞ্চের ডোরে বাঁধা এই দুই ব্যক্তিত্ব।

আরও পড়ুন: এবার প্রযোজকের ভূমিকায় নীল-তৃণা! দেখুন, তাঁদের তৈরি মিউজিকাল শর্ট ফিল্মের টিজার

এদিন সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল অনিবার্ণ-মধুরিমার বিয়ের আসর। আগামিকাল এখানেই ব্যবস্থা করা হয়েছে রিসেপশনের। বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘‌সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ।‌ ‘‌হস্তগত’ আর ‘‌উদারনীতি’ বলে দু’‌টো নাটক মঞ্চায়িত হয়েছিল কয়েক বছর আগে। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ।

বৃহস্পতিবার সকাল থেকেই অনির্বাণের বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে চাপা উত্তেজনা ছিল। সন্ধে গড়াতে না গড়াতেই সামনে এল বহু প্রতীক্ষিত সেই ছবি। বর্তমানে তা নেটদুনিয়ায় ভাইরাল হতেও শুরু করেছে। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।

125865440 680453459320473 6480080239510129893 n

আরও পড়ুন: ‘কন্যাদান’, ‘হারানো সুর’, ‘সরস্বতীর প্রেম’ – ৭ ডিসেম্বর থেকে শুরু ৩ নয়া গল্প, জানুন লেটেস্ট আপডেট

 

Exit mobile version