Ankita Lokhande Sizzles in Hot Blue Deep-Neck Gown With Thigh High-Slit - See Viral Pics

Ankita Lokhande: সেরা জুটির পুরস্কার পেলেন ভিকি-অঙ্কিতা, ভাইরাল বোল্ড ফটোশ্যুটের ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ছোট পর্দার অভিনেত্রী থেকে বড় পর্দার দর্শকের কাছে খুব পরিচিত মুখ অঙ্কিতা লোখান্ডে ( Ankita Lokhande)। এই মুহূর্তে রুপোলি দুনিয়া থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় অঙ্কিতা। সম্প্রতি মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড শো-তে হাবি ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অঙ্কিতা। মুম্বইয়ের সেই অ্যাওয়ার্ড শো-তে সেরা জুটির পুরস্কার পেয়েছে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন।

মনের মানুষের সঙ্গে লাভি ডাভি ছবিতে ভরিয়ে দিয়েছেন নিজের ইনস্টা হ্যান্ডেল। কখনও ভিকির কোলে বসে তো কখনও আবার ভিকিকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার মুহূর্তেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা-ভিকি জুটির আদরমাখা মুহূর্তের ছবি দেখে খুশিতে উচ্ছ্বসিত ভক্তরা। সোশয্াল মিডিয়ায় এই তারকা দম্পতির বোল্ড ফটোশ্যুটে চড়ছে উষঅণতার পারদ। অন্যদিকে ছবির ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন, ‘It Is Good To Win Awards But The Most Important Is To Win It Together. Congratulations Baby For Winning The Best Jodi Award.’

আরও পড়ুন: Johnny Depp: ক্ষমাপ্রার্থনা ডিজনির, জ্যাক স্প্যারোর চরিত্রে ফেরার জন্য মোটা টাকার অফার

কিন্তু অনুষ্ঠানে আসার আগে Oops Moment-এর শিকার হয়ে গেলেন ভিকি ঘরণী। বডি হাগিং ব্যাকলেস সিক্যুয়েন্ড স্লিট ড্রেসে গ্ল্যাম ডিভা অঙ্কিতার গর্জাস লুকে বুঁদ ভক্তরা। তবে গাড়ি থেকে নামতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন অভিনেত্রী। যেই না Oops Moment-এর শিকার হলেন অঙ্কিতা ঠিক তখনই হাজার ক্যামেরার ফ্ল্যাশ লাইট পড়ল তাঁর ওপর। বারবার তাঁকে ড্রেস ঠিক করতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

আরও পড়ুন: Rhea Chakraborty: টলিউডে কাজ করবেন রিয়া চক্রবর্তী, জানালেন প্রযোজক রানা সরকার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest