এসভিএফ মিউজিকের তরফে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল অনুপম রায়ের নতুন সিঙ্গল গান। তাঁর সঙ্গে এতে গান গেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও।
অনেকটা পত্র সাহিত্যের ঢঙেই নিজের নিজের নতুন গান প্রকাশ করলেন তাঁরা। বিষয় হিসেবে বেছে নিলেন বিদ্যাসাগর এবং তাঁর সমসাময়িক বাংলার অপর এক বিরল প্রতিভা,মাইকেল মধুসূদন দত্তের সম্পর্ককে । গানটি আসলে মাইকেল মধুসূদন দত্ত এবং বিদ্যাসাগরের কথোপকথন। কবিতায় ঈশ্বরচন্দ্রকে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যার সাগর, করুণার সিন্ধু, দীনের বন্ধু বলে সম্বোধন করেছিলেন। ইংরেজি গদ্যে তিনি বিদ্যাসাগরের মধ্যে খুঁজে পেয়েছিলেন প্রাচীন পণ্ডিতের প্রতিভা ও জ্ঞান, ইংরেজের কর্মশক্তি ও বাঙালি মায়ের হৃদয়– এই গুণগুলি সমাজসংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে বিদ্যাসাগরের কাজে ছাপ ফেলেছিল।
আরও পড়ুন: পরমব্রতর হাত ধরে ক্রাইম থ্রিলারে অঙ্কুশ-ঋতাভরী-বনি, F.I.R-এর জন্য প্রস্তুত ভক্তরা…
গানের ভিডিয়োতে দুই শিল্পীকেই দেখা যাচ্ছে। গানের সঙ্গেই ভিডিয়োতে কবিতার লাইনগুলি নীচে সাবটাইটেল আকারে দেখানো হয়েছে। দেশের বাইরে বিদেশেও মধুসূদন ও বিদ্যাসাগরের বন্ধুত্বের গভীরতাই প্রকাশ পেয়েছে গানে। বিদেশের মাটিতে সর্বশূন্য মধুসূদন বিদ্যাসাগরের কাছে ৩টি চিঠি লিখেছিলেন সাহায্য় চেয়ে। একজন বন্ধু হিসেবে কী ভাবে সেই সময় বিদ্যাসাগর মধুসূদনের পাশে দাঁড়িয়েছিলেন সেই কাহিনি রয়েছে গানের কথায়। এর পাশাপাশি, সময়ের সঙ্গে বন্ধুত্বের সংজ্ঞা কেমন ভাবে পাল্টে গিয়েছে তারও ইঙ্গিত রয়েছে গানে।
অনুপম জানিয়েছেন , লকডাউনের সময় বই পড়তে পড়তে বিদ্যাসাগরের জীবনী হাতে আসে তাঁর । সেটা পড়ার সময়েই এই বিষয়টি নিয়ে কাজ করার কথা তাঁর মাথায় এসে । ‘ কথোপকথনের ভিত্তিতে প্রোজেক্টটি তৈরি , কাজেই আমার আরেকটি কণ্ঠের দরকার ছিল । তখনই অনির্বানের কথা মাথায় আসে এবং ও রাজিও হয়ে যায় । ‘
মাইকেল বিদ্যাসাগর সংবাদ-এর মাধ্যমেই প্রথমবার একসঙ্গে জোট বাঁধলেন দুই তারকা। গানটি শুনুন ও দেখুন…
আরও পড়ুন: বিরুষ্কা-গাভাসকার তরজায় স্বভাবসিদ্ধ ভাবেই নাক গলালেন কঙ্গনা, খোঁচা দিলেন অনুষ্কাকে