Anupam Roy's new song 'Mrigonabhi' released

পুজোর আগেই অন্য প্রেমের গল্প নিয়ে হাজির অনুপম, মুক্তি পেল নতুন গান ‘মৃগনাভি’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চারিদিকে পুজোর গন্ধ এসে গেছে। হাতেগোনা আর কয়েকটা দিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানেই ঝকঝকে শরতের আকাশ, কাশফুল,একগুচ্ছ প্ল্যান, নতুন নতুন ছবি এবং অবশ্যই নতুন বাংলা গান। সারা বছর বিভিন্ন গান প্রকাশ্যে আসলেও, যুগ যুগ ধরে পুজোর গানের প্রতি শ্রোতাদের উৎসাহ যেন একেবারেই আলাদা। সময় বদলেছে, পাল্টেছে গান প্রকাশের ধরণ বা মাধ্যম। কিন্তু পুজোর গানের ট্রেন্ড এখনও বেঁচে আছে। এরকমই এক মন ভাল করা গান পুজোয়, সঙ্গীতপ্রেমীদের উপহার দিলেন অনুপম রায় (Anupam Roy)। প্রকাশ্যে তাঁর নতুন গান ‘মৃগনাভি ‘ (Mrigonabhi)।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন – ঐশ্বর্য সেন ও পূষণ দাসগুপ্ত। অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে সুরঙগনা বন্দোপাধ্যায়কে। অপূর্ণ প্রেমের গল্প বলা হয়েছে এই গানে। তবে পুরোপুরি অপূর্ণ নয়, অন্য ভাবে পূর্ণতার গল্প শোনানো হয়েছে। জেন এক্স এই গানের সঙ্গে নিজের রিলেট করতে পেরেছে সহজেই।

আরও পড়ুন: পুজোর মন্ডপেই মুছে গেল সিঁথির সিঁদুর! স্বামীকে হারাবে সর্বজয়া?

টলিউডে বর্তমানের প্রায় বেশিরভাগ ছবিতেই থাকে তাঁর গান। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সকলের ছবিতেই অনুপমের গান থাকবেই। ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। বলিউডেও কাজ সেরে ফেলেছেন ইতিমধ্যে। হিট সিনেমা পিকুর সঙ্গীত পরিচালক ছিলেন তিনি।সদ্য শেষ করেছেন হিন্দি সিনেমা ‘বব বিশ্বাস’ -এর কাজ।

নিজেই গান লেখেন, সুরও দেন। এছাড়া একটি বাংলা ব্যান্ডও রয়েছে। তাঁর লেখা কবিতার বইও বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুপমের লেখার ভক্ত সকলেই। নতুন শব্দ নিয়ে খেলা করেন তিনি। ফুটিয়ে তোলেন এক অনন্য ছবি। এ গানও ব্যাতিক্রম নয়। অনুপম তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সকলকে জানিয়েছেন এই গান সম্পর্কে।ইতিমধ্যেই প্রচুর লাইক এবং কমেন্ট এই গানের ভিডিওকে নিয়ে।

শুনে নিন গানটি-

আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে Shweta Tiwari, ওজন কমানো নিয়ে খোঁচা প্রাক্তন স্বামীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest