ওয়েব ডেস্ক: ব্যাট হাতে অনুষ্কা, বল করছেন বিরাট,আবার কখনও অনুষ্কার বলে ধুন্ধুমার ব্যাটিং করছেন কোহলি। লকডাউনে বিরুষ্কার লাভ নেস্টই হয়ে উঠল ক্রিকেটের বাইশ গজ। শনিবার সকালে মুম্বইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই জমিয়ে ক্রিকেট খেললেন বিরাট -অনুষ্কা। আর এই বিরল দৃশ্য লেন্সবন্দি হল পাপারাত্জির ক্যামেরায়।
সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিয়ো আসতেই তা ভাইরাল হয়েছে। নেটপাড়ায় একেবারে জোর গুঞ্জন, সামনের জুলাইতে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্র্যাকটিস বাড়িতেই শুরু করে দিয়েছেন কোহলি।
ভিডিয়োতে অবশ্য দেখা গিয়েছে, অনুষ্কা ব্যাট করছেন। বিরাট একের পর এক বল। পিছনে দাঁড়িয়েছেন বাড়ির কোনও কর্মী ফিল্ডারও। বিরাটের একটি ফ্যানপেজে শেয়ার হয়েছে সেই ভিডিয়ো। আর তার পরেই ভাইরাল।
আরও পড়ুন: অক্সিডাইজ গয়না পরতে ভালোবাসেন? স্টাইলিং পদ্ধতি শিখুন কৃতি স্যাননের কাছে
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন তাঁরা। করোনাভাইরাসের কারণে দেশবাসী যে ভাবে সংকটের মধ্যে পড়েছেন, তাতে তাঁদের হৃদয় ভেঙে যাচ্ছে বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।
Finally after soo much long time saw Virat Batting ?
— Virarsh (@Cheeku218) May 15, 2020
Virat Anushka playing cricket in building today?
Anushka bowls a Bouncer to Virat?#ViratKohli #AnushkaSharma #Cricket pic.twitter.com/XFmfs3hiBt
করোনাভাইরাসের কারণে দেশের মানুষ যে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন, তাতে তিনি ও অনুষ্কা অত্যন্ত ব্যথিত বলে ট্যুইট করেছেন বিরাট কোহলি। এই কঠিন সময়ে তাঁরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেও ট্যুইট করে জানিয়েছেন। ইতোমধ্যেই করোনা ত্রাণ তহবিলে দান করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্দুলকর ও আরও বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব। মুম্বই পুলিশের তহবিলে ১০ লক্ষ টাকার অনুদান দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ট্যুইটারে শনিবারই এই খবর শেয়ার করলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং।
আরও পড়ুন: টানা লকডাউনে যৌন জীবনে একঘেয়েমি আসছে? জেনে নিন কাটিয়ে ওঠার উপায় …