AR Rahman concert stopped Pune police

AR Rahman: এ আর রহমানের কনসার্টের মাঝপথে স্টেজে পুলিশ, থামানো হল শো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুরোদমে চলছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের (AR Rahman) মিউজিক কনসার্ট। দর্শকদের ভিড়ে মোড়ানো শোয়ের মাঝ পথে আচমকাই এসে পৌঁছল পুনে পুলিশ (Pune Police)। মঞ্চে উঠে রহমনকে বন্ধ করতে বললেন শো। রবিবার রাতে পুনের রাজা বাহাদুর মিল এলাকায় বলিউডের খ্যাতনামা সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্ট আয়োজিত হয়েছিল। রহমানের কনসার্ট মানেই তা হিট। হাজার হাজার দর্শক এসে ভিড় করেছিলেন সেখানে। শুধু তাই নয় কনসার্টের নিরাপত্তার রক্ষার্থে পুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। শোয়ের উন্মাদনা যখন একেবারে শিখরে ঠিক তখনই বন্ধ করতে হল সেই শো। রাত ১০টা বাজতেই মঞ্চে উঠে পড়লেন পুলিশকর্মীরা। রহমানকে কনসার্ট বন্ধ করার নির্দেশ দেন তাঁরা (AR Rahman Concert Stopped In Pune)। শিল্পীকে অনুরোধ করা হয় গান থামানোর জন্য। কারণ হিসেবে বলা হয় রাত ১০টার পর গান গাইবার অনুমতি পাওয়া যাবে না।

শিল্পীর অনুষ্ঠান প্রায় শেষের মুখেই ছিল। শেষ গানই মঞ্চে গাইছিলেন রহমান। সেই সময় ঘড়ির কাঁটা যে পেরিয়েছে রাত ১০টার সীমানা তা খেয়াল ছিল না কারও। ফলে, গান অসমাপ্ত রেখেই মঞ্চ থেকে নামতে হয় রহমানকে।
এই ঘটনায় হতাশ হয়ে পড়েন দর্শকরা। অনেকেই ক্ষোভ উগরে দেন পুলিশের উপর। তাঁদের অভিযোগ চতুর্দিকে যেখানে বহু অনৈতিক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত নিয়মের অজুহাতে এই ভাবে একজন অস্কারজয়ী শিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়াকে সমর্থন করা যায় না।
সম্প্রতি এ আর রহমানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। যেখানে তিনি তাঁর স্ত্রীকে হিন্দি বলার বদলে তামিলে কথা বলতে বলছেন। এটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় রহমানকে নিয়ে কম চর্চা হয়নি। এরই মাঝে পুনেতে পুলিশের কনসার্ট থামিয়ে দেওয়া সব মিলিয়ে রীতিমতো জোর শোরগোল নেট পাড়ায়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest