বাংলাদেশের ছবির সঙ্গে যুক্ত হলেন অস্কারজয়ী এ আর রহমান, অভিনয় করবেন নওয়াজউদ্দিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রের যুক্ত হলেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক, সুরকার এ আর রহমান। বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত এ ছবিতে কম্পোজার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত হলেন অস্কার, বাফটা ও গ্র্যামী জয়ী এ সঙ্গীতশিল্পী।

পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সঙ্কটের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমাতে। দক্ষিণ এশীয় এক ব্যক্তির জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে ‘নো ম্যান্স ল্যান্ড’ ছবির কাহিনী, অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে পরিচয়ের পর যার জীবনের যাত্রা জটিল আকার ধারণ করে। ছবির শুটিং হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে। ছবির বেশিরভাগ সংলাপই ইংরেজিতে, তবে কিছু হিন্দি ও উর্দু সংলাপও শোনা যাবে ছবিতে।

আরও পড়ুন: টেলি দুনিয়ায় ফের মৃত্যুশোক, প্রয়াত জনপ্রিয় অভিনেতা জাগেশ মুকাতি

নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনি, ভারতের মুম্বই ও লখনৌতে চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে। সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে, চলতি বছরের শেষভাগে মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘নো ম্যান্স ল্যান্ড’ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাহসান রহমান খান, ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী মেগান মিশেল(এটি তার প্রথম ফিচার ছবি)।

এই সিনেমাতে যুক্ত হওয়ার কারণ হিসেবে এ আর রহমান বলেন, “সময় সবসময়ই নতুন পৃথিবী, নতুন আদর্শের জন্ম দেয়। সদ্যোজাত পৃথিবীতে নতুন নতুন সংকট থাকে, নতুন নতুন গল্পও বলে। এটি (নো ল্যান্ডস ম্যান) সেই ধরনেরই একটি গল্প।” তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “উনার মতো একজন শিল্পীকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। শুধু সংগীত পরিচালক হিসেবেই নয় সহপ্রযোজক হিসেবে তিনি এ চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন।”

আরও পড়ুন: বৃষ্টি মানেই রোমান্স, আর তাতে সিক্ত বসনা বলি-সুন্দরীরা, দেখুন সেরা কিছু বৃষ্টির গানের ভিডিও

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest