Aradhya Bachchan: Delhi HC restrains 9 YouTube channels from sharing content on Aaradhya Bachchan’s health

Aradhya Bachchan: ঐশ্বর্যা কন্যার চেহারা, মানসিক স্বাস্থ্য নিয়ে ভুয়ো ভিডিয়ো! YouTube চ্যানেলের উপর নিষেধাজ্ঞা আদালতের

অমিতাভ বচ্চনের নাতনির সম্পর্কে আর একটিও বিভ্রান্তিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করা যাবে না। বৃহস্পতিবার এমনই রায় দিয়েছে দিল্লির হাই কোর্ট। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের ১১ বছরের কন্যা আরাধ্যার মানসিক স্বাস্থ্য কিংবা চেহারা নিয়ে ভিডিয়ো তৈরি করার অভিযোগে ৯টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত।বুধবারই বচ্চন পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।

অমিতাভ বচ্চনের ১১ বছরের নাতনি আরাধ্যা। কিছু দিন আগে তাঁর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটি খবর ভাইরাল হয়ে যায়। এই YouTube চ্যানেলে সেটি ভাইরাল হয়। পরে জানা যায়, খবরটি আসলে ভুয়ো। ভুয়ো খবর প্রচার করা সেই চ্যানেলের বিরুদ্ধে মামলা করেন অমিতাভর নাতনি। বৃহস্পতিবার তারই নিরিখে রায় শোনালো কোর্ট।

আরও পড়ুন: Swastika-Shovan: সোশ্যাল মিডিয়ায় লাগাতার কাদা ছোড়াছুড়ি শোভন -স্বস্তিকার, স্পষ্ট হচ্ছে বিচ্ছেদ বার্তা

বলা হয়েছে, এই চ্যানেলে আপাতত কোনও ভিডিয়ো আপলোড করা যাবে না। শুধু তাই নয়, Google-এর কাছে নির্দেশ পাঠানো হয়েছে, কারা এই চ্যানেলের নেপথ্যে রয়েছে, তাদের নাম প্রকাশ করার জন্য আরাধ্যাকে নিয়ে এই জাতীয় আর কী কী কুরুচিকর এবং ভুয়ো কথা ছড়ানো হয়েছে, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেগুলি দ্রুত YouTube থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আরও নির্দেশ, নাম জানার সঙ্গে সঙ্গে প্রকাশ করতে হবে এবং অবিলম্বে অভিযোগে উল্লিখিত ইউআরএলগুলি নিষ্ক্রিয় করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে আদালত বলেছে, এ ধরনের সমস্ত ভিডিয়ো এবং কনটেন্টের অ্যাক্সেস ব্লক করতে। বিচারপতি জানিয়েছেন, প্রত্যেক শিশুর ইচ্ছা-অনিচ্ছাকে সম্মান দেওয়া কর্তব্য। তারকা-সন্তান হোক বা সাধারণ ঘরের শিশু, তার মানসিক স্বাস্থ্য কিংবা শরীর নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো আইনের চোখে অপরাধ বলেই গণ্য হবে।

এর আগে একাধিক বার সমাজমাধ্যমে বিভিন্ন কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছে আরাধ্যা। বাবা হিসাবে বার বার এ রকম ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক বচ্চন। তবে, এই প্রথম নিজে কোনও পদক্ষেপ করল আরাধ্যা।

আরও পড়ুন: Parineeti Chopra Wedding: অনামিকায় রুপোলি আংটি! রাঘবের সঙ্গে গোপনে বাগদান সারলেন পরিণীতি?