Ardhangini: Kaushik Ganguly Directorial Ardhangini Will Release On 2 June

Ardhangini: সম্পর্কের টানাপোড়েনে কৌশিক, যোগ্য ‘অর্ধাঙ্গিনী’ হবেন কে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী (Ardhangini) আসছে। মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন (Koushik Sen), জয়া আহসান এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। সদ্যই এই ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে।

বিসর্জন ও বিজয়ার(Bisorjon & Bijoya) পর আরও একবার কৌশিকের পরিচালনায় অর্ধাঙ্গিনী-তে কাজ করেছেন ওপার বাংলার নায়িকা।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন,অম্বরীশ ভট্টাচার্য(Koushik Sen,Ambarish Bhattacharya) ছাড়াও আরও অনেকেই।অর্ধাঙ্গিনী-র গানে শোনা যাবে অনুপম রায়ের(Anupam Roy) সুর।আগামী ২ জুন সিনেমাহলে মুক্তি পাবে অর্ধাঙ্গিনী।কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে ছবির ট্রেলার(Trailer)।

আরও পড়ুন: Ritabhari Chakraborty: কিয়ারার সস্তা কপি! পাতায় ঢাকা ঋতাভরীকে দেখে ট্রোলড নেটিজেনদের

মূলত দুই নারীর জীবনের গল্প বলবে এই সিনেমা। যেখানে জয়া সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় । না না ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কী ভাবে এক সুতো বাঁধা পড়বে দুই নারীর জীবন তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিক কে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

এই ছবিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুন ভাবে দেখা যাবে। জানা গিয়েছে এখানে তাঁকে গায়কের ভূমিকায় দেখা যাবে। পূরবকে এর আগে আমরা ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে দেখেছি। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

২০১৯ সালে দুর্গা পূজোর পর শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং। মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েক বছর। তারপর অবশেষ জয়া নেট মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি মুক্তির তারিখ। তিনি জানালেন চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সঙ্গে ক্যাপশনে লিখলেন ‘সত্যি কি অর্ধেক হয়?’ এখন দেখার পালা কৌশিক জয়ার হিট জুটি আবার ‘অর্ধাঙ্গিনী’তে সেই ম্যাজিক দেখাতে পারে কিনা।

আরও পড়ুন: Jawan Release Date: সেপ্টেম্বর মাসের এই দিনে মুক্তি পাবে ‘জওয়ান’, নয়া পোস্টার দিয়ে ঘোষণা শাহরুখের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest