হাসপাতালে ভর্তি অরিজিৎ সিং-এর মা, প্রয়োজন এ নেগেটিভ রক্তের

এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ, তাঁর মায়ের অসুস্থতার খবরে উদ্বিগ্ন সকলেই।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অসুস্থ গায়ক অরিজিৎ সিং-এর মা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। প্রয়োজন এ নেগেটিভ রক্তদাতার।

নেটমাধ্যমে বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আনেন সুদেষ্ণা গুহ নামে এক স্বেচ্ছাসেবী। রক্তের খোঁজ চেয়ে ফেসবুকে গায়কের মায়ের অসুস্থতার কথা লেখেন তিনি। তবে অরিজিতের মা করোনা আক্রান্ত হয়েছেন কিনা, সে কথা পোস্টে পরিষ্কার করে কিছু বলা নেই। সেখানে জানানো হয়েছে, এ নেগেটিভ রক্তের গ্রুপ বিরল বলেই সাহায্যের জন্য অরিজিতের পরিচয় গোপনে না রেখে প্রকাশ্যে আনা হয়েছে।

পোস্টটির মন্তব্য বিভাগে একাধিক জন এ নেগেটিভ রক্তের খোঁজ দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখনও পর্যন্ত রক্তদাতার সন্ধান পাওয়া গিয়েছে কিনা, তা যদিও জানা যায়নি। কোভিডকালে অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের শয্যার খোঁজ চেয়ে বা দিয়ে অনেকেই নেটমাধ্যমে পোস্ট করছেন। বেশ কিছু ক্ষেত্রে মিলছে সুফল। তারকা গায়কের মাকে সাহায্যের ক্ষেত্রেও তাই বেছে নেওয়া হল একই পন্থা।  সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়রা সোশ্যাল মিডিয়ায় এ নেগেটিভ রক্তদাতার খোঁজ করে সাহায্যের আবেদন রেখেছেন।

আরও পড়ুন: পরিচালক রামকমলের হাত ধরে ফের বলিউডে ঋতাভরী, বিপরীতে রোহিত রায়

ঘনিষ্ঠমহল সূত্রে খবর দিন ১০ আগেই জিয়াগঞ্জে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। সেইসময় স্থানীয় হাসপাতালে ভর্তি কার হয়েছিল, পরবর্তী সময়ে পরিস্থিতি বিগড়লে তাঁর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শরীরে প্লেটলেট সংখ্যা একেবারেই কমে গিয়েছে। সেই কারণে প্রয়োজন ডোনারের। অথচ গায়কের মায়ের ব্লাড গ্রুপ খুবই বিরল (এ নেগেটিভ), সেই কারণে ডোনার পেতে সমস্যা হচ্ছে। পাশাপাশি পুরুষ রক্তদাতাই একমাত্র প্রয়োজন, কারণ পুরুষদের রক্তের প্লেটলেট কাউন্ট মেয়েদের চেয়ে বেশি হয়।

এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন অরিজিৎ সিং। এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ, তাঁর মায়ের অসুস্থতার খবরে উদ্বিগ্ন সকলেই। নেটমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অরিজিৎ ভক্তরা। শেষ পাওয়া খবর অবধি, আজকে এ নেগেটিভ বেশ কয়েকজন রক্তদাতার খোঁজ মিলেছে। কঠিন সময়ে অরিজিৎ সিং-এর পরিবারের পাশে দাঁড়িয়েছে তিলোত্তমা।

আরও পড়ুন: ‘যৌনাঙ্গ নিয়ে প্রশ্ন করেছিলেন’, ‘সাতে-পাঁচে না থাকা’ রুদ্রনীল ঘোষ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest