Arjun Malaika Breakup: Arjun Kapoor confirms breakup with Malaika Arora: Single hoon main

Arjun Malaika Breakup: মালাইকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে, জল্পনায় সিলমোহর দিলেন অর্জুন

দীর্ঘ ছয় বছরের সম্পর্কে নাকি যবনিকা পতন ঘটেছে। এ গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই অর্জুনের হাতটাই শক্ত করে ধরেছিলেন মালাইকা আরোরা। কিন্তু এ বার সেই সম্পর্কেও ছন্দপতন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনেই নীরব। এ বার যেন আর চুপ থাকতে পারলেন না অর্জুন। ঘোষণা করে দিলেন ‘আমি সিঙ্গল’।

১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়। ২০১৬-তেই নাকি নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোছাপা ছিল অর্জুন-মালাইকার। কিন্তু তার পর একেবারে খুল্লমখুল্লা প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা। শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল।

সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সঙ্গে ছিল ‘সিংহম আগেইন’-এর টিম। একটি ভিডিয়োতে দেখা যায়, অর্জুন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সেখানে বার বার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন তাঁরা। মালাইকার নাম শুনেই যেন আর আটকে রাখতে পারলেন না নিজেকে। হাসতে হাসতে অর্জুন বলেন, “আরে আস্তে, আমি এখন সিঙ্গল।” উত্তেজিত জনতার উদ্দেশে অর্জুন বলেন, ‘‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’’

অর্জুনের এই মন্তব্যই যেন তাঁর ও মালাইকার প্রায় ছবছরের সম্পর্ক ভাঙার জল্পনায় সিলমোহর দিল।