মুম্বই: অর্জুন রামপালের সন্তানের মা হওয়ার সৌজন্যে গাব্রিয়েলা এখন লাইমলাইটে। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর ফলোয়ার প্রচুর। পেশায় মডেল-অভিনেত্রী গাব্রিয়েলার সঙ্গে অর্জুনের রসায়ন বরাবরই সংবাদমাধ্যমের নজর কেড়েছে। বিয়ে না করেই পৃথিবীতে ভালবাসার সন্তানকে এনেছেন যুগলে। সেই কারণেই আরও বেশি করে চর্চার কেন্দ্রে থাকেন তাঁরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কিছু ছবি আপলোড করেন গাব্রিয়েলা। তারপরই গাব্রিয়েলাকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। কারণ, তাঁর ঠোঁট। আসতে থাকে নানারকম কমেন্ট। একজন জিগ্যেস করে বসেন, আচ্ছা আপনার ঠোঁটটি এমন কেন!
আরও পড়ুন: নীল ছবিতে আসক্ত? জেনে নিন কিছু সহজ মুক্তির উপায়
গাব্রিয়েলাও ছাড়ার পাত্রী নন, কড়া জবাব দিয়ে দেন তাঁকে। লেখেন, এই নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলব। দেখি তারপর কী সমাধান বার করা যায়। উত্তর শুনে একপ্রকার চুপ নেটিজেনরা। যাঁর কমেন্টের উত্তরে গাব্রিয়েলা এইসব কথা লেখেন, তাঁর তখন জবাব, না…না এমন করবেন না। এটা তো স্বাভাবিক সৌন্দর্য। কখনও কখনও একটু অদ্ভূত লাগলেও, আপনার ঠোঁট খুবই সুন্দর।
গতবছরই এক ফুটফুটি সন্তানের জন্ম দেন গাব্রিয়েলা। অর্জুনের দুই মেয়ের সঙ্গে একসঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে তাঁকে। স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে সুদীর্ঘ দাম্পত্যে ইতি টেনে গাব্রিয়েলার সঙ্গে জুটি বাঁধেন অর্জুন।
আরও পড়ুন: Lockdown Effect: অ্যামাজনে মুক্তি পাচ্ছে অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’