Aryan Khan Case: Online tutorial company reportedly stopped all ads of Shahrukh Khan

আরিয়ান কাণ্ডের জের, Shahrukh Khan-র বিজ্ঞাপন বন্ধ করে দিল Byju

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের বড় ধাক্কা খেলেন শাহরুখ (Shah Rukh Khan)। কিং খানকে দিয়ে করানো তাঁদের সমস্ত বিজ্ঞাপন আপাতত সরিয়ে নিল ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju। জানা যাচ্ছে, বিজ্ঞাপনের জন্য অগ্রীম বুকিং সত্ত্বেও সংস্থার তরফে সমস্ত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে Byju-র তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ছেলে আরিয়ান মাদক কাণ্ডে জড়িয়ে পড়ার পর থেকে শাহরুখের সঙ্গে সমালোচনার মুখে পড়তে হয়েছে অনলাইন শিক্ষাদানকারী ওই নামী সংস্থাকেও। ঘটনাচক্রে এই সংস্থার হয়ে শিশুদের শিক্ষা সংক্রান্ত বিজ্ঞাপন করেছেন শাহরুখ। নেটমাধ্যমে এই বিজ্ঞাপন নিয়ে শাহরুখকে জড়িয়ে একের পর এক তোপ দাগা হচ্ছে।

কেউ কেউ ‘বাদশা’কে বলেছেন, নিজের ছেলে যেখানে ‘উচ্ছন্নে’ যাচ্ছে, তখন তাঁর মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। অবিলম্বে অভিনেতাকে বিজ্ঞাপন থেকে সরানোরও দাবি ওঠে। ফলে ওই সংস্থার উপর ক্রমে চাপ বাড়তে থাকে। শেষমেশ শাহরুখের বিজ্ঞাপন বন্ধই করে দিল তারা। সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও শাহরুখ। বিজ্ঞাপন বন্ধ করে দিলেও তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাখা হয়েছে কি না তা নিয়েও জল্পনা তুঙ্গে।

২০১৭ সালে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শাহরুখ (Shah Rukh Khan)। কিং খান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পরই নাকি এই সংস্থার আয় দ্বিগুন বেড়ে গিয়েছিল। বাইজু শাহরুখ খানের জন্য সবচেয়ে বড় স্পনসরশিপের মধ্যে একটি ছিল। জানা যাচ্ছে এই সংস্থার সঙ্গে শাহরুখের ৩-৪ কোটি টাকার বার্ষিক চুক্তি ছিল। এছাড়া মেগাস্টার হুন্ডাই, এলজি, দুবাই ট্যুরিজম এবং রিলায়েন্স জিও -এর মতো বেশ কয়েকটি সংস্থার মুখ হলেন কিং খান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, BYJU’S-র মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করবে না বলে জানিয়েছেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest