মেলেনি সাহায্য, অর্থাভাবে সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়লেন আশিষ রায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: বিল দিতে না পারায় হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন ‘সসুরাল সিমর কা’ সিরিয়াল খ্যাত অভিনেতা আশিস রায়।গত ২৪ মে আশিষ রায়কে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

হাসপাতালের ২ লক্ষ টাকার বিল মিটিয়ে তবেই বাড়ি ফেরেন মুম্বইয়ের এই বাঙালি অভিনেতা। বাড়িতে তাঁকে দেখভালের জন্য একজন কর্মী রয়েছেন। তিনিই বর্তমানে আশিষ রায়ের দেখাশোনা করছেন। বিমান এখনও ঠিকমতো না চলাচল করায়, কলকাতা থেকে তাঁর বোন মুম্বইতে দাদার কাছে পৌঁছতে পারেননি বলে খবর।

মঙ্গলবার স্পটবয় ই-কে দেওয়া সাক্ষাৎকারে আশিস জানান, ‘এখন বাড়িতে আছি। প্রচণ্ড দুর্বল। টাকা ছিল না বলে ২৪ মে হাসপাতাল ছেড়ে চলে এসেছি। ২ লাখ টাকার মতো বিল হয়েছিল, কোনও রকমে মিটিয়েছি। এখনও ডায়ালিসিস চলছে এবং আরও ২-৩ মাস চলবে। একদিন অন্তর হাসপাতালে যাই আর ওরা তিন ঘণ্টা ডায়ালিসিসের জন্য ২,০০০ টাকা চার্জ করে।’

আরও পড়ুন: লাইকের দশগুণ ডিসলাইক! দর্শকের অপছন্দের তালিকার শীর্ষে নোবেলের ‘‌তামাশা’‌

কিছু দিন আগে ফেসবুক পোস্টে নিজের পরিস্থিতির কথা জানিয়েছিলেন আশিস। জানিয়েছিলেন, বাধ্য হয়ে সাহায্যের জন্য সলমন খানের দ্বারস্থ হয়েছিলেন। হিন্দুস্তান টাইমস-কে আশিস জানান, ‘এক এক সময় মনে হত, এবার আর বাঁচব না। কিন্তু আশার কথা, মরিনি। ডায়ালিসিস চলছে, কিন্তু এখনও শরীরের অনেক জল রয়ে যাচ্ছে। ধীরে ধীরে আশা করি সুস্থ হয়ে উঠব আর নিজে নিজে চলাফেরা করতে পারব।’

সলমনের থেকে কি কোনও সাহায্য পেয়েছেন? প্রশ্নের উত্তরে আশিস সাফ জানান, ‘কোনও সাহায্য পাইনি এবং জানি না আদৌ আমার বার্তা সলমনের কাছে পৌঁছেছে কি না। এখন শুধু সুস্থ হয়ে কাজে ফিরতে চাই।’ 

বনেগি আপনি বাত, সসুরাল সিমর কা ও কুছ রং পেয়ার অ্যায়সে ভি-এর মতো জনপ্রিয় শোয়ের অভিনেতা আশিস রায় সাক্ষাৎকারে সখেদে হলেন, ‘এতদিন পর্যন্ত মর্যাদাপূর্ণ জীবন কাটিয়েছি। ভাবিনি কখনও এমন দিনও দেখতে হবে। একবার টিভি শোয়ের শ্যুটিং শুরু হলে সব টাকা ফেরত দেব ঠিক করেছি। তখন সবকিছু ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুন: আইফেল টাওয়ারে প্রথম প্রেম চুম্বন! জেনে নিন সোনম- আনন্দের অজানা প্রেম কাহিনী…

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest