Ayan Mukerji finishes filming ‘Brahmastra’, calls it 'once-in-a-lifetime journey'

প্রথমবার জুটিতে রণবীর-আলিয়া, ৫ বছর পর শেষ হল ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রায় পাঁচ বছর পর অবশেষে শেষ হল আলিয়া ভাট এবং রণবীর কাপুর জুটির নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং পর্ব ৷ অর্থাৎ এবার পর্দায় আসার জন্য পুরোপুরি তৈরি এই ছবি ৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে মাধ্যমে এই খবর জানিয়েছেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Brahmastra Shooting Comes to an End )৷

অয়ন জানিয়েছেন, ‘অবশেষে… শ্যুটিং শেষ হল। পাঁত বছর আগে ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম শট নেওয়া হয়েছিল। আজ শেষ হল শ্যুটিং। একেবারে অবিশ্বাস্য, চ্যালেঞ্জিং, জীবনে একবারই হবে! ভাগ্যের পরিহাস, আমরা বেনারসে প্রথম পর্ব: শিব-এর শ্যুটিং শেষ করেছি- শিব ভগবানের সেবা জুড়ে একটি শহর এবং তাও সবচেয়ে পবিত্র কাশী বিশ্বনাথ মন্দিরে, পবিত্র পরিবেশে শেষ হয়েছে, আনন্দ এবং আশীর্বাদ নিয়ে। সামনে রোমাঞ্চকর দিন, সামনে শেষ প্রস্তুতি! ২০২২ সালের ৯ সেপ্টেম্বর আসছে।’

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

আরও পড়ুন: রাজামৌলির ‘RRR’ ছবির একটি টিকিটের দাম ২১ হাজার ! জেনে নিন কি বলছে রিভিউ

বারানসীতে থাকাকালীন আলিয়া এবং রণবীরের একটি ছবিও শেয়ার করেন তিনি ৷ যেখানে দেখা যায় গলায় গাঁদা ফুলের মালা পড়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এই কপোত কপোতী ৷

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে ‘ব্রহ্মাস্ত্র’ পর্দায় আসার কথা রয়েছে আগামী 9 সেপ্টেম্বর ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় মোট পাঁচটি ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে রণবীরের সঙ্গেই দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনার মত মহাতারকাদেরও ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ফক্স স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্স ৷

আরও পড়ুন: Happy Birthday Anupam Roy: ৪১ পা অনুপম রায়ের, রইল সেরা ১০ গানের তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest