কনকনে ঠান্ডা, পাহাড় ঘেরা সুইমিং পুলে উত্তাপ ছড়ালেন সেই ‘‌বালিকা বধূ’‌

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চারদিকে ঘিরে রয়েছে পাহাড়। মাঝে সুইমিং পুল। তাতে নীল জল উপচে পড়ছে। সেই জলের ধারে টানটান শুয়ে রয়েছেন তিনি। বিকিনি পরা নির্মেদ দেহ। শীতের পাহাড়েও যেন আগুন ঝরছে।

তিনি অভিকা গোর। থুরি আনন্দী। মনে পড়ে তাঁকে?‌ সেই ‘‌বালিকা বধু’‌ সিরিয়াল!‌ দুই বেণী দুলিয়ে কট কট করে স্পষ্ট কথা। কখনও আবার ঠোঁট ফুলিয়ে কান্না। সেই ছোট্ট অভিকা এখন অতীত। মেদ ঝরিয়ে এখন ছিপছিপে তন্বী তিনি। মাস কয়েক আগে মেকওভার করে ধরা দিয়েছেন নতুন রূপে। এবার টু পিস বিকিনি পরে ছড়ালেন আগুন। নিমেষে ভাইরাল পোস্ট।

 

View this post on Instagram

 

A post shared by Avika Gor (@avikagor)

২০০৮ সালে ‘রাজকুমার আরিয়ান’-এ তিনি রাজকুমারি ভৈরবীর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেন। পরে ওই চরিত্রে অভিনয় করেছিলেন ইয়ামি গৌতম। ধারাবাহিকটি অবশ্য বেশি দিনের জন্য সম্প্রচারিত হয়নি।এর পরই অভিকাকে দেখা যায় ‘বালিকা বধূ’-তে আনন্দীর চরিত্রে। ২০০৮ থেকে ২০১০ অবধি তিনি ছিলেন ‘বালিকা বধূ’ আনন্দী। অভিনয়ের জোরে দর্শকদের হৃদমাঝারে জায়গা করে নেন ১১ বছরের আনন্দী।

আরও পড়ুন: সিনেমা হলে ১০০% দর্শকের অনুমতি মমতার, ই-টিকিট না থাকলেও দেখা যাবে ছবি

‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কা খিলাড়ি’-র মতো রিয়েলিটি শো-তেও তিনি অংশ নিয়েছিলেন। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছিলেন সিনেমাতেও।এর পর কয়েক বছরের বিরতি। বিনোদন দুনিয়া থেকে উধাও হয়ে যান আনন্দী। ফিরে আসেন ২০১৩ সালে। তেলুগু ছবি ‘উয়ালা জাম্পালা’-র নায়িকা হয়ে।এর পর বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেন অভিকা। তবে বলিউডে কিন্তু নায়িকা হিসেবে নিজের জায়গা করে নিতে পারেননি।

 

View this post on Instagram

 

A post shared by Avika Gor (@avikagor)

বেহিসেবি খাওয়াদাওয়ার জন্য ওজন বেড়ে যাচ্ছিল লাগামছাড়া ভাবে। সম্প্রতি ১৩ কেজি ওজন কমিয়েছেন তিনি। নতুন লুকে চমকে দিয়েছেন অনুরাগীদের। মাস দু’য়েক আগে ইনস্টাগ্রাম পোস্টে অভিকা জানিয়েছেন তাঁর নতুন যাত্রার কথা। ২৩ বছরের এই তরুণী জানিয়েছেন, জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনেই নতুন রূপ পেয়েছেন তিনি। এ ভাবে চলতে চান আগামী দিনেও। বাড়তি মেদ ঝরিয়ে ফের নতুন ঝাঁপ দিতে চান নয়িকা। ছোটবেলার সাফল্য ফিরবে কিনা, বলবে সময়।

আরও পড়ুন: অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ইরফান পাঠানের, মুক্তি পেল তাঁর ছবির টিজার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest