Band-E-Mic : Concert With Fossils Chandrabindoo Cactus Anupam Roy Band Cancelled

Band-E-Mic: ফের কনসার্ট অনুমতি বিতর্ক! রাতারাতি বাতিল ফসিলস, ক্যাকটাসদের অনুষ্ঠান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবিবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এক ছাদের তলায় ফসিলস (Fossils), চন্দ্রবিন্দু (Chandrabindoo), ক্যাকটাস (Cactus), অনুপম রায়দের ব্যান্ডের গান শোনার সুযোগ হারালো তিলোত্তমাবাসী। দিন কয়েক আগে ইকো পার্কে অরিজিৎ সিং-এর কনাসর্টের অনুমতি নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। অরিজিতের কনসার্ট অবশ্য নির্দিষ্ট দিনেই হচ্ছে, কিন্তু ভেনু বদলেছে। তবে শো শুরুর মাত্র কয়েকঘন্টা আগে বাতিল করে দেওয়া হল বাংলা ব্যান্ডের মেগা শো।

আট ঘণ্টায় ছ’টি প্রথম সারির ব্যান্ড এবং সংগীতশিল্পীদের এক মঞ্চে দেখার অভিনব সুযোগ ছাড়তে চাননি কোনও মিউজিক লাভারই। ফলে দলে দলে টিকিট কাটার হিড়িক উঠেছিল। স্টেডিয়াম উপচে পড়ার আশঙ্কা ছিল ১২ ফেব্রুয়ারি, রবিবার। তৈরি হয়ে গিয়েছিল স্টেজ। প্রস্তুত ছিলেন শিল্পীরাও। কিন্তু মাঠে মারা গেলে সব।

১২ই ফেব্রুয়ারি আট ঘণ্টায় ছ’টি প্রথম সারির ব্যান্ড এবং সংগীতশিল্পীদের এক মঞ্চে পারফর্ম করবার কথা ছিল। সেইমতো টিকিটও বিক্রি হয়েছিল দেদার। অনুষ্ঠানের নাম ‘ব্যান্ড-এ-মাইক’ ((Band-E-Mic)। তবে শুক্রবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, ক্যানসেল করা হচ্ছে এই শো। এই অনঅভিপ্রেত ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়।

আয়োজকদের তরফে ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “দশম এবং দ্বাদশ শ্রেণির একাধিক বোর্ডের পরীক্ষা আসন্ন। আর সেই কারণেই শহরের মধ্যে এত বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরীক্ষার কারণে ১২ তারিখের Band-E-Mic কনসার্ট আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। আগে থেকে অনুমতি পাওয়া গেলেও বর্তমানে তা গ্রাহ্য হচ্ছে না। ফলত, কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।”

আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা আগামী মাসের প্রথম দিকে এই কনসার্ট ফের আয়োজন করব। আপাতত সরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে ভেন্যু এবং তারিখ নিশ্চিত করে জানানো হবে।পুরনো টিকিটেই নতুন ভেনুতে কনসার্ট দেখা যাবে। তবে যদি কেউ টিকিটের পয়সা ফেরত চান তাহলে সেই ব্যবস্থাও করা হবে। পুরনো টিকিট দিয়েই নতুন তারিখে কনসার্ট দেখা যাবে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest