Bengali actress Srabanti Chatterjee shoots with a chained mongoose; gets booked for Wildlife Act breach

Srabanti Chatterjee: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট, হাজতবাস হতে পারে শ্রাবন্তীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিতর্ক আর শ্রাবন্তী, চলে একসাথে হাত ধরাধরি করে। ব্যক্তিগত জীবন নিয়ে তো হামেশাই থাকেন চর্চায়। এবার নিজের শেয়ার করা একটি পোস্টের জেরেই পড়তে চলেছেন বন্যপ্রাণী সুরক্ষা আইনের কোপে।

গত ১৫ জানুয়ারি পোস্টটি করেছিলেন অভিনেত্রী। একটি বেজির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। প্রাণীর গলায় লাগানো ছিল একটি বকলস। যা একটি মোটা চেনের সঙ্গে বাঁধা ছিল। শুটিংয়ের ফাঁকেই সম্ভবত ছবিটি তোলা হয়েছিল। ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, “আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল”

আরও পড়ুন: বিপাকে বনশালি! মুক্তির দু’দিন আগে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র নাম বদলের সুপ্রিম পরামর্শ

শ্রাবন্তীর পোস্ট করা এই ছবি নিয়ে সেই সময়েই আপত্তি তুলেছিলেন নেটিজেনদের অনেকে। এভাবে কোনও নিরীহ প্রাণীকে বেঁধে রাখা একদম উচিত নয়। কমেন্ট বক্সে এমন কথাই জানানো হয়েছিল। এবার বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। খুব শিগগিরিই সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে শ্রাবন্তীকে।

আপাতত এই বিতর্কিত বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি শ্রাবন্তী। তাঁর আইনজীবী এস কে হাবিবউদ্দিন জানিয়েছেন, তাঁর আগে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিতে চান। বনদপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন, তাহলে অনেকেই প্রভাবিত হতে পারে তা দেখে। শ্রাবন্তীর উচিত বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বনপ্রাণ সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’

আরও পড়ুন: Coke Studio Bangla: নেটদুনিয়া মাতাচ্ছে ‘নাসেক নাসেক’, গানটির অর্থ জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest