সং থেকে বং অনাবাসী ঢং! লকডাউনে গান বাঁধলেন The Bong Guy

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তাঁর যে কোনও মন্তব্য ভাইরাল হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। নেটিজেনদের মনের মণিকোঠায় রয়েছেন প্রথম থেকেই। তিনি বাংলার ইউটিউব কিং দ্য বং গাই (The Bong Guy)। ৩.৩৯ মিলিয়ন ফলোয়ার্স…ফেসবুক-ইনস্টা মিলিয়ে আরও চার। এহেন জনপ্রিয় কনটেন্ট কিং এবার নয়া অবতারে। সোমবার সকাল সকাল নেটপাড়া উত্তাল বাংলার ইউটিউব কিং দ্য বং গাই-এর নয়া পোস্টে। প্রতিশ্রুতি মতোই এদিনই সামনে এল কিরণ দত্ত বং গাইয়ের নয়া গান The lockdown song।

সাত বছর আগে নিজের তৈরি প্রথম গান দিয়েই ইউটিউবে হাতে খড়ি কিরণের। নাম ‘এহেসাস’। না কিরণ তখনও বং গাই হননি। টুকটাক গান লিখে ভিডিয়ো বানিয়ে আপলোড করতেন নিজের চ্যানেলে। পরে নেট দুনিয়া তাঁকে কনটেন্ট কিং হিসেবে পরিচিতি দিলেও প্রথম প্রেম গানের সঙ্গে সেভাবে কখনই সম্পর্কে ছেদ করেননি কিরণ। তাই এবার গান নিয়েই তাঁর নয়া কনটেন্ট

এক বছর আগে থেকে শুরু হওয়া অসহ্য লকডাউনের ছেঁড়া ছেঁড়া ফ্রেমেই নিজস্ব স্টাইলে গল্প বুনলেন দ্য বং গাই। মজার ছলে কিরণ (Kiran Dutta) মনে করালেন সেই অসহনীয় দিনের নিদারুণ বাস্তব সমস্যা। লকডাউনের যন্ত্রণা ফুটিয়ে তোলার পাশাপাশি মাস্ক না পরা, ভ্যাকসিন নেওয়ায় অনীহার মতো সমস্যাগুলিকেও ছুঁয়ে গিয়েছেন তিনি। ঘরবন্দি জেন ওয়াই কিংবা জেডের সমস্যাগুলিই যেন গানের সুরে বাঁধলেন দ্য বং গাই।

আরও পড়ুন: আবাসনের চেয়ারপার্সনকে খুনের হুমকি, গ্রেপ্তার অভিনেত্রী পায়েল রোহতগি

গান বাঁধা থেকে সুর, গাওয়া থেকে অভিনয় মাল্টিট্যালেন্টেড কিরণ একাই একশো। হট টপিক লকডাউনের সমস্যাই নয় দ্য বং গাই-এর ভিডিয়োয় জায়গা পেয়েছে কটাক্ষের চিমটিও। একদিকে প্রায় বছরখানেক মানুষকে ঘর বন্দি রেখে সরকারের করোনা শৃঙ্খল ভাঙার প্রচেষ্টার পাশাপাশি আচমকা সরকারি বিধিনিষেধের শিকেয় তুলে নির্বাচন। যার জেরে একলাফে রাজ্যে উর্ধ্বগামী কোভিড। রোস্টিংয়ে সিদ্ধহস্ত বং গাই নিজস্ব ভঙ্গিমায় দিয়েছেন সেই জবাবও।

বং গাই হিসেবে এটি কিরণের প্রথম মিউজিক ভিডিয়ো। সুর থেকে তাল, শব্দ থেকে গান সবটাই দ্য বং গাইয়ের নিজস্ব। উপরি পাওনা তাঁর ভাসান ডান্স। মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ঋষি পান্ডা। এমনকী শ্যুটিং লোকেশনও বং গাইয়ের নতুন ফ্ল্যাট। রোস্টিং কিংয়ের মুখে লকডাউন গান + Rap, অনুরাগীদের জন্য ডবল বোনাস। তাই ইউটিউবে আপলোড হতেই ঝড়।

আরও পড়ুন: আসছে ‘বালিকা বধূ’-র দ্বিতীয় সিজন! কবে থেকে শুরু সম্প্রচার?

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest