Dancing Diva: দেখে নিন মাধুরীর আইকনিক ডান্স পারফরম্যান্স…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ১৫ মে শুক্রবার নিজের ৫৩ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউডের ‘ধক ধক’ গার্ল মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি মাধুরী বলতেই যে কথা প্রথমে মাথায় আসে তা হল তাঁর অসামান্য নৃত্যশৈলী। নৃত্যশিল্পী হিসাবে সত্যিই মাধুরীর জুড়ি মেলা ভার। জন্মদিনে ৮ এবং ৯ এর দশকে মাধুরীর বেশকিছু আইকনিক ডান্স নম্বরে চোখ রাখা যাক।

হামকো আজকাল হ্যায়’এর গানে শরীরে ঝড় তুলেছিলেন মাধুরী ৷ আজও মাধুরীর নাচের প্রসঙ্গ উঠলে এই নাচের কথা আসবেই আসবে !
তেজাব’ ছবির ‘এক দো তিন’ গান ছাড়া যেন মাধুরী অসম্পূর্ণ ৷ সেই মোহিনী বেশে মাধুরীর এক দো তিন নাচ, আজও ঝড় তোলে পুরুষের হৃদয়ে ৷
https://youtu.be/in3EdXpJq18
‘চন্নে কি খেত মে’ গানে মাধুরী যেন ছড়িয়ে দিলেন নিজের পাখনা ৷ ছবিতে শাহরুখ, আর বাস্তবে মাধুরীকে দেখে পাগল হলেন ভক্তকুল ৷
খলনায়কের চোলি কে পিছে ক্যায়া হ্যায় গানে পুরুষের হৃদয়ে ঝড় তুললেন মাধুরী ৷
পুকার ছবির ‘কে সরা কে সরা’ গানে প্রভু দেবার সঙ্গে শেয়ানে শেয়ানে টক্কর দিলেন মাধুরী ৷
ইয়ারানা ছবির পিয়া ঘর আয়া গানের নাচে আগুন ধরালেন মাধুরী ৷
সলমনের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে সুপারহিট মাধুরীর হাম আপকে হ্যায় কউন ৷ এই ছবি দিদি তেরা দেওর দিবানাতে মাধুরী স্ক্রিনে জাদু করলেন ৷
দেবদাস ছবি মারডালা গানের নাচ মাধুরীর সিগনেচর !

আরও পড়ুন: বঙ্গ তনয়ার ‘হট’ অবতার! টিনাকে এই লুকে দেখেছেন কখনও?

দেবদাস ছবির ডোলা রে ডোলা গানেও ঝড় তুলেছিলেন মাধুরী ৷
লজ্জা ছবিতে মণীশা কৈরালার সঙ্গে বড়ি মুশকিল গানে নেচেও তাক লাগিয়ে ছিলেন মাধুরী ৷
বিয়ের পর বহুদিনের ব্রেকে চলে গিয়েছিলেন মাধুরী ৷ ফের ফিরলেন সিনেমার পর্দায় ৷ ফিরেই আজা নাচলে !
সম্প্রতি মুক্তি পেয়েছে কলঙ্ক ৷ ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়লেও, ছবির তবহা হো গয়ে গানে নজর কেড়েছেন মাধুরী ৷

এছাড়াও আরো অনেক গান আছে যাতে তাঁর নাচের ঝলক দেখা গিয়েছে। যেমন-

এখানেই অবশ্য শেষ নয়। এছাড়াও হিন্দি ছবির আরও বহু গানের নাচেই মুগ্ধ করেছেন মাধুরী। জন্মদিন ‘ধক ধক’ গার্লের জন্য দি নিউজ নেস্টের তরফে রইল শুভেচ্ছা।আর কোনো গান বাদ গিয়েছে বলে যদি আপনার মনে হয়, তাহলে কমেন্টে জানান আমাদের।

আরও পড়ুন: ৫৩-তে পা দিলেন ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত, দেখে নিন তাঁর রূপের ঝলক…

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest