ওয়েব ডেস্ক: ১৫ মে শুক্রবার নিজের ৫৩ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউডের ‘ধক ধক’ গার্ল মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি মাধুরী বলতেই যে কথা প্রথমে মাথায় আসে তা হল তাঁর অসামান্য নৃত্যশৈলী। নৃত্যশিল্পী হিসাবে সত্যিই মাধুরীর জুড়ি মেলা ভার। জন্মদিনে ৮ এবং ৯ এর দশকে মাধুরীর বেশকিছু আইকনিক ডান্স নম্বরে চোখ রাখা যাক।
https://youtu.be/in3EdXpJq18
আরও পড়ুন: বঙ্গ তনয়ার ‘হট’ অবতার! টিনাকে এই লুকে দেখেছেন কখনও?
এছাড়াও আরো অনেক গান আছে যাতে তাঁর নাচের ঝলক দেখা গিয়েছে। যেমন-
এখানেই অবশ্য শেষ নয়। এছাড়াও হিন্দি ছবির আরও বহু গানের নাচেই মুগ্ধ করেছেন মাধুরী। জন্মদিন ‘ধক ধক’ গার্লের জন্য দি নিউজ নেস্টের তরফে রইল শুভেচ্ছা।আর কোনো গান বাদ গিয়েছে বলে যদি আপনার মনে হয়, তাহলে কমেন্টে জানান আমাদের।
আরও পড়ুন: ৫৩-তে পা দিলেন ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত, দেখে নিন তাঁর রূপের ঝলক…