Bharat Laxmi Studio : Fire broke out at Bharat Laxmi Studio, kolkata

Bharat Laxmi Studio : ‘মিঠাই’ সেটের সামনে আগুন, শুটিং চলছিল ‘রাঙা বউ’-এরও

বাংলা নতুন বছরের প্রথম দিনটা অশুভভাবে শুরু হলো টেলিপাড়ার। নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে এ দিন হঠাৎ করেই ঘটে যায় আগুন লাগার মতো দুর্ঘটনা। ‘মিঠাই’ সিরিয়ালের ফ্লোরের ঠিক সামনেই জ্বলতে থাকে লেলিহান শিখা। একটুর জন্য রক্ষা পায় সমগ্র স্টুডিও তথা কলাকুশলীরা।

বহু নামকরা সিরিয়ালের শুটিং হয় ভারতলক্ষ্মী স্টুডিওতে। তার মধ্যে অন্যতম জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’। প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও তথা শুটিং বন্ধ থাকবে বলে শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল বলে খবর। হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে।

আরও পড়ুন: Sudipta Banerjee: মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, TMC নেতাকে বিয়ের আগে টেনশনে অভিনেত্রী

এদিকে, ওইদিন একই স্টুডিওতে শুটিং চলছিল ‘রাঙা বউ’-এর । আগুন লাগার পর পরই তাঁদের বাইরে নিয়ে আসা হয় । ধারাবাহিকের মুখ্য চরিত্র গৌরব রায় চৌধুরী। টিভিনাইন বাংলা-কে জানান, সবাই ঠিক আছে। কোনও ক্ষতি হয়নি। এখন স্টুডিয়োগুলোতে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ ভাল। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া গিয়েছে।

উল্লেখ্য, স্টুডিওপাড়ায় আগুন লাগার ঘটনা নতুন । প্রায়ই এধরনের ঘটনা খবরে উঠে আসছে । গত মাসেই আগুন লেগেছিল এনটিওয়ান স্টুডিয়োতেও । কেন এধরনের ঘটনা বারবার ঘটছে, তা নিয়েই উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন: Gaurav-Riddhima: সংসারে আসছে নতুন সদস্য, নববর্ষে বেবি বাম্পের ছবি শেয়ার ঋদ্ধিমা-গৌরবের