‘Bibaho Bibhrat’: Shoot starts for Parambrata Chattopadhyay and Abir Chatterjee’s rom-com

Bibaho Bibhrat: পরমব্রত আবিরের ‘বিবাহ বিভ্রাট’, সঙ্গী টলিউডের নতুন নায়িকা লহমা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিয়ে না করেও এবার আবিরের সাথে তাল মিলিয়ে ‘বিবাহ বিভ্রাট’-এ পরমব্রত!

পরমব্রত আর আবির একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের বাইশে শ্রাবন আর শাহাজাহান রিজেন্সি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বাস্তু শাপ’ ছবিতেও। বছরের শুরুতে দুজন একসঙ্গে ‘পুতুল নাচের ইতিকথা’-তেও কাজ করেছেন।

বহুদিন আগেই এই ছবির গল্প লিখেছিলেন পরমব্রত। তবে এখন সিনেমা শুরুর আগে সামান্য বদল করেছেন লেখায়। ছবির গল্পে একজন খুব শালীন আর আরেকজন শালীনতার অত ধার ধরেন না। প্রথম চরিত্রে আবির চট্টোপাধ্যায়, আর দ্বিতীয় চরিত্রে পরমব্রত। সিনেমার মহিলা কেন্দ্রীয় চরিত্রে লহমা, নাম মোহর।

আরও পড়ুন: Bangladesh: বক্স অফিসে ঝড় তোলার পর এবার অস্কারে বাংলাদেশের ‘হাওয়া’

জিতের সঙ্গে রাবণ দিয়ে ডেবিউ হয় লহমার। লন্ডনে সাংবাদিকতার পাঠ নিয়েছেন। তারপর কলকাতায় ফিরেও কাজ করেছেন মিডিয়ায়। সাথে অভিনয় শিক্ষার পাঠ নেওয়া শুরু করেন। আর তখনই জিতের অফিস থেকে ডেকে অফার দেওয়া হয় রাবণের।

টলিউডের একাধিক বড় তারকা, দেব-জিৎ-অঙ্কুশ-সোহমদের সঙ্গে কাজ করেছেন রাজা চন্দ। তবে আবির আর পরমব্রতর সঙ্গে কাজ এই প্রথম। তাই পরিচালকের জন্যও এটা একটা নতুন চ্যালেঞ্জ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন  রণজয় ভট্টাচার্য। শুটিং হয়ে গিয়েছে। এবার শুধু ছবি মুক্তির অপেক্ষায়। বিবাহে কী কী বিভ্রাট ঘটল তা জানতেই উৎসুক দর্শক।

আরও পড়ুন: Actress Suicide: মাত্র উনত্রিশে আত্মহত্যা প্রতিভাবান অভিনেত্রীর, শোকাহত ইন্ডাস্ট্রি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest