এজাজ-পবিত্রার চুম্বন ঘিরে আপত্তি, ‘লাভ জেহাদে’র অভিযোগে এবার ‘বিগ বস ১৪’ বন্ধের দাবি কর্ণি সেনার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দর্শকদের নজর কাড়তে কোনও সুযোগই ছাড়ছেন না ‘বিগ বস ১৪’ এর প্রতিযোগীরা। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতে প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে ‘বিগ বস’-এর ঘরের সমীকরণ। সম্প্রতি ‘বিগ বস’এর ঘরে জমে উঠেছে এজাজ খানের সঙ্গে পবিত্রা পুনিয়ার প্রেমের রসায়ন। আর তাঁদের প্রেম নিয়েই এবার শুরু হয়েছে বিতর্ক। ‘বিগ বস-১৪’ লভ জিহাদকে পশ্রয় দিচ্ছে। এবার সলমনের শোয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল কর্ণি সেনা।

চলতি মরশুমের অন্যতম চর্চার বিষয় এজাজ ও পবিত্রার প্রেম। খোলাখুলিই পবিত্রার প্রতি ভাল লাগার কথা প্রকাশ করছেন এজাজ। পবিত্রাও হালকা হাসিতে প্রেমে পড়ার ইঙ্গিত দিচ্ছেন। সুযোগ পেলেই পবিত্রাকে চুম্বন করে ফেলছেন এজাজ। এতেই নাকি কর্ণি সেনার রোষানলে পড়েছেন হিন্দি টেলিভিশনের দুই তারকা।

আরও পড়ুন: ড্রাইভার-স্টাফ কোভিড পজিটিভ, হোম আইসোলেশনে সলমন খান

 

‘বিগ বস তক’ নামের এক টুইটার হ্যান্ডেল থেকে কর্ণি সেনার একটি লেটার হেডের কপির ছবি শেয়ার করা হয়েছে। যাতে অভিযোগ করা হয়েছে, এজাজ ও পবিত্রার চুম্বন দৃশ্যের ভিডিও শেয়ার করে চ্যানেল ও শো প্রস্তুতকারক সংস্থা অশালীনতা ছড়াচ্ছে। এতে সমাজে কুপ্রভাব পড়ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নাকি এর প্রতিবাদ করেছেন। এজাজ-পবিত্রার ভালবাসার মাধ্যমে ‘লাভ জেহাদ’কে প্রচার করা হচ্ছে। তাই অবিলম্বে এই অশালীন শো বন্ধ করার দাবি জানানো হয়েছে। লেটার হেডের নিচে শ্রী রাজপুত কর্ণি সেনার ভাইস প্রেসিডেন্ট দিলীপ রাজপুতেরও স্বাক্ষর রয়েছে। যদিও এ বিষয়ে শোয়ের প্রযোজনা সংস্থা বা কালার্সের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

https://youtu.be/XNJGiGGbvJc

আরও পড়ুন: ইউটিউবার রশিদ সিদ্দিকির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা অক্ষয়ের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest