Bipasha Basu breaks down as she shares daughter Devi was born with two holes in heart, had to undergo surgery

Bipasha Basu: ৩ মাসের মেয়ের ওপেন হার্ট সার্জারি, লাইভে অঝোরে কাঁদলেন বিপাশা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গতবছর ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের মেয়ের নাম রাখা হয় দেবী বসু সিং গ্রোভার। বিপাশা-করণের ছোট্ট দেবী এখন ৯ মাসের। রবিবার নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীকে নিয়ে ভয়ানক কঠিন এক সত্যি কথা প্রকাশ্যে আনলেন বিপাশা। জানালেন মেয়ের অসুস্থতা নিয়ে জন্মানোর কথা।

মেয়ের জন্মের পরই ডাক্তারদের কাছে জানতে পেরেছিলেন যে খুদে দেবীর হার্টে বড় দুটো ফুটো রয়েছে। যেগুলো নিজে থেকে সেরে ওঠা অসম্ভব। আর এই বয়সের শিশুর ওপেন হার্ট সার্জারি করাও ভীষণ ঝুঁকির! তিন মাস বয়স অবধি অপেক্ষা করতে হবে। ডাক্তারদের পরামর্শমতো কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন মেয়েকে। নেহা ধুপিয়া লাইভ চ্যাট শোয়ে এসে সেই কঠিন সময়ের কথা বলতে গিয়েই হাউহাউ করে কেঁদে ফেললেন।

বিপাশা বলেন, ‘মা-বাবা হিসাবে আমাদের এই যাত্রা অন্যান্য মা-বাবার থেকে অনেক আলাদা ছিল। আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে এর আগে সেটা ছিল না, তখন সুখটাও আমার কাছে কঠিন ছিল। আমি চাই না, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আর কোন মায়ের সঙ্গে হোক। একজন নতুন মা হিসাবে মাত্র ৩ দিনের মাথায় আমি জানতে পারি যে… আমার মেয়ের হার্টে দুটি ছিদ্র রয়েছে, ও ওভাবেই জন্মেছে। আমি ভেবেছিলাম আমি এটা প্রকাশ্যে আনব না। তবে, আমি এটা বলছি কারণ পড়ে মনে হয়েছে আমার মতোই অনেক মা আছেন, যাঁরা আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন। সেই মায়েদের খুঁজে পাওয়া খুব কঠিন ছিল…।’

আরও পড়ুন: Sunil Grover : কমেডি ছেড়ে ছাতা বিক্রি! কপালে চোখ নেটপাড়ার

এর পর কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা। পরে বলেন, ‘আমি ভেঙে পড়েছিলাম,যেন একটা বড় বোঝা এবং কী করা উচিত বুঝতে পারছিলাম না। কারণ কীভাবে অতটুক শিশুকে ওপেন হার্ট সার্জারি হতে পারে? স্বাভাবিকভাবেই কিছু ঘটবে। আমার মতো করেই যাঁরা ভাবেন, সেই মায়েদের জন্য কথাগুলো বলছি। তবে এটা নিজের থেকে ঠিক হয়নি। প্রথম মাস, দ্বিতীয় মাস, কেটে যায়, কিছুই হয়নি। যখন ওর সঙ্গে দেখা করি, হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলি। আমি প্রস্তুত ছিলাম, তবে করণ তখনও প্রস্তুত ছিল না। আমি জানতাম যে দেবীকে ঠিক থাকতেই হবে এবং আমার বিশ্বাস ছিল যে ও ঠিক থাকবে। হ্যাঁ, ও এখন ঠিক আছে কিন্তু কঠিন সিদ্ধান্ত ছিল ওটা। আমি বলছি, কারণ কারোর সন্তানের সঙ্গে এমন ঘটলে উচিত সঠিক সময়ে অস্ত্রোপচার করে নেওয়া।’

বিপাশা বলেন দেযখন দেবীর বয়স তিন মাস, তখন ওই অস্ত্রোপচার করানো হয়, যেটা ছয় ঘন্টা ধরে চলে। দেবী যখন অপারেশন থিয়েটারে তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই, দেবী এখন ঠিক আছে।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

আরও পড়ুন: Raj-Dev: টলিউডে বড় ধামাকা, বড় পর্দায় ফিরতে পারে দেব-রাজের ম্যাজিক

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest