বিয়াল্লিশে বিপাশা ! প্রেম থেকে বিয়ে, জন্মদিনে ফিরে দেখা…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তিনি বঙ্গকন্যা। ফিটনেস ফ্রিক। তিনি অভিনেত্রী। বিপাশা বাসু। আজ তাঁর জন্মদিন। বিয়াল্লিশে পা দিলেন বিপাশা বাসু।

স্কুলে বিপাশাকে ডাকত ‘লেডি গুন্ডা’। বন্ধুবান্ধবদের বেশিরভাগ তাঁকে লভীষণ ভয় পেত কারণ বিপাশার কমান্ডিং পার্সোনালিটি এবং ডার্ক টোন। তবে মাঝে মাঢে গায়ের রঙ এবং অতিরিক্ত ওজনের জন্য কম টিপ্পনি শুনতে হয়নি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ছোটবেলায় কেউ তাঁকে বলেনি যে তিনি সুন্দরী।কলকাতার এক হোটেলে বিপাশার সঙ্গে পরিচয় হয় সুপারমডেল মেহের জেসিয়ার। মেহের তাঁকে বলেন মডেলিংকে কেরিয়ার হিসেবে বাছতে। এখন সেই বিপাশা হয়ছেন একেবারে ডিভা।

আব্বাস মস্তানের (Abbas Mustan) ছবি আজনবি (Ajnabee) দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বঙ্গললনা বিপাশা বসু (Bipasha Basu)। বলিউডের নায়িকারা তাঁদের কেরিয়ার দাঁড়িয়ে গেলে যে সিদ্ধান্ত নেন, বিপাশা তাঁর প্রথম ছবিতেই সেই কাজ করার দুঃসাহস দেখিয়েছিলেন। অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে তিনি ছিলেন এক ধূসর চরিত্রে। এই ছবির জন্য সেরা ডেবিউ অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছিলেন তিনি। একের পর এক হিট ছবি উপহার দিয়ে সমসাময়িক অনেক নায়িকাকেই পিছনে ফেলে এগিয়ে যান সবার আদরের বিপস। রাজ (Raaz), জিসম (Jism), কর্পোরেট (Corporate) ইত্যাদি ছবিতে বিপাশার লাস্যময়ী আবেদন ও অভিনয় দুয়েরই কদর করা হয়। কেরিয়ারে সাফল্য আসার পর সবার মনে একটাই প্রশ্ন ছিল যে বিপাশা বিয়ে কবে করবেন।

আরও পড়ুন: মরুভূমির বুকে যশ-নুসরতের দিনযাপন, গেলেন আজমীর শরীফ মাজারে

এক সময়ে অভিনেতা জন আব্রাহামের (John Abraham) সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। দুজনে একসঙ্গে থাকতেও শুরু করেন। জন এবং বিপাশার ভক্তরা ভেবেছিলেন দুই সুপারমডেলের চারহাত এক হল বলে। কিন্তু জন আব্রাহামের সঙ্গে ১০ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছিল বিপাশা বসুর। নিজেকে সামলে নিয়ে দ্বিতীয়বার প্রেম খুঁজে পেয়েছিলেন করণ সিং গ্রোভারের মধ্যে। কিন্তু করণও তখন দুই ডিভোর্সের বোঝা বয়ে বেড়াচ্ছেন। তবুও অতীতের ভয়, অনিশ্চয়তা কাটিয়ে প্রেমের সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। ২০১৬ সালে সাত পাক ঘুরে নতুন অধ্যায় শুরু করেছিলেন দু’জন।

 

View this post on Instagram

 

A post shared by karan singh grover (@iamksgofficial)

এরপর ৫টা বছর চলে গেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গাঢ় হয়েছে ভালবাসার রং। বৃহস্পতিবার ৪২-এ পা দিলেন বিপাশা। মাঝরাতেই স্ত্রীকে উইশ করে ইনস্টাগ্রামে তাঁর ছবি পোস্ট করলেন কর্ণ। নিজের মতো করে বুঝিয়ে দিলেন বিপাশাকে ঠিক কতটা ভালবাসেন তিনি। স্ত্রীকেই ‘ঈশ্বর’ বলে মেনে নিয়েছেন অভিনেতা। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।

২০২০ সালে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে একসঙ্গে দেখা গিয়েছিল কর্ণ-বিপাশাকে। বিয়ের পর থেকে খুব বেশি ছবিতে কাজ করেননি বিপাশা। স্বামী এবং পরিবারকে নিয়ে সময় কাটাতেই বেশি আগ্রহী বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: ওয়েবে পা রাখলেন ঋতুপর্ণা, সঙ্গী চন্দন রায় সান্যাল, শুরু ‘সল্ট’-এর শুটিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest