BIRTH ANNIVERSARY OF MAHANAYAK UTTAM KUMAR RELEASE OF OTI UTTAM POSTER BY SRIJIT MUKHERJEE

মহানায়কের জন্মদিনে ‘অতি উত্তম’ সংবাদ দিলেন পরিচালক সৃজিত মুখার্জি, সামনে এল নতুন সিনেমার পোস্টার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতীক্ষার অবসান৷ মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee film) ছবি অতি উত্তম-এর পোস্টার (Oti Uttam Poster)৷ ৩ সেপ্টেম্বর, মহানায়ক উত্তমকুমারের জন্মবার্ষিকীকেই (Mahamayak Uttam Kumar birth anniversary)  পোস্টার রিলিজের সেরা দিন হিসেবে বেছে নিলেন সৃজিত৷

সোশ্যাল মিডিয়ায় ‘অতি উত্তম’-এর পোস্টার শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘টানা ৪ বছর ধরে অনেক গবেষণা করেছি। তাঁর ৬২টি ছবির প্রতিটা ফ্রেম বাই ফ্রেম দেখেছি বারংবার। একাধিকবার চিত্রনাট্য রিরাইট করেছি। ধুলোপড়া অফিস, বার, ঘিঞ্জি অলিগলি ঘুরে ছবির স্বত্ব অধিকারীদের খুঁজে বের করেছি, তাঁদের সঙ্গে নেগোশিয়েট করেছি। প্রয়োজনীয় কপিরাইট কিনেছি। ভিএফএক্স এক্সপার্টদের সঙ্গে অসংখ্যবার আলোচনায় বসেছি। সাউন্ড ডিজাইনার, সিনেম্যাটোগ্রাফার… অবশেষে স্বপ্ন সত্যি হতে চলেছে। শুভ জন্মদিন। আপনি আছেন… এটাই যে অনেক।’

একেবারে পুরনো বাংলা ছবির পোস্টারের (Old Bengali Film style) আদলে তৈরি হয়েছে অতি উত্তম ছবির পোস্টারটি৷ অবশ্যই পোস্টার জুড়ে রয়েছেন উত্তমকুমার৷ তাঁর ভুবন ভোলানো হাসিতে তিনি মন্ত্রমুগ্ধ করছেন এই প্রজন্মকেও৷ নিচের দিকে রয়েছে অন্যান্য অভিনেতাদের ছবি৷ উল্লেখ্য এই ছবিতে দেখা যাবে উত্তমের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে (Uttam Kumar grandson Gourab Chatterjee) ৷ রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত৷ এই ছবিতে থাকবে উত্তমকুমারের উপস্থিতি৷ তাঁর পুরনো ছবি থেকে বিভিন্ন ক্লিপিং তুলে ধরা হবে আধুনিক প্রযুক্তি, ভিএফএক্সের মাধ্যমে৷

সেই কারণেই মহানায়কের ৬২টি ছবি থেকে চলেছে বিভিন্ন প্রাসঙ্গিক ফুটেজ সংগ্রহের কাজ৷ রোম্যান্টিক কমেডির মোড়কে ছবি পরিবেশন করবেন সৃজিত মুখোপাধ্যায়৷ উত্তম গবেষক এক ব্যক্তির এক মহিলাকে খুব পছন্দ৷ তাঁর হৃদয় হরণের জন্য উত্তমের স্মরণাপন্ন হবেন তিনি৷ উত্তমকুমারের নাতির সঙ্গে যোগাযোগ করে প্ল্যানচেট করার সিদ্ধান্ত নেবেন তিনি৷ তবে তাতে কী মহানায়ক সাড়া দেবেন? উত্তমের পথ অনুসরণ করে কী প্রেম নিবেদন করতে পারবেন তিনি৷ সেই গল্পই উঠে আসবে ছবিতে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest