হাজার হাজার মানুষ আজও তাঁর ‘মস্তানা’…জন্মদিনে ‘রহস্যময়ী’ রেখা সম্পর্কে জেনে নিন কিছু অজানা তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘উমরাও জান’ থেকে ‘সিলসিলা’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ থেকে ‘পরিণীতা’— রেখা অভিনীত বলিউড ছবিগুলি আজও দর্শকদের অন্যতম পছন্দ। রেখার ছবির গানও মানুষের মুখে মুখে। ‘ইন আঁখো কি মস্তি সে’ আজও হাজার হাজার মানুষ তাঁর ‘মস্তানা’…রেখার জীবন নিয়ে অনেক গল্প-কথা রয়েছে। তবে কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেননি রেখা। বলিউডের ‘রহস্যময়ী’ রেখার আজ ৬৬ তম জন্মদিন।

  • ১৯৫৪ সালে চেন্নাইয়ে জন্ম। আসল নাম ভানুরেখা গণেশন। পরে বলিউডে তাঁর নাম হয় রেখা।
  • শিশুশিল্পী হিসেবে তামিল ছবিতে হাতেখড়ি। পরে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। রাজ্যসভার সাংসদও হয়েছেন নায়িকা।
  • ঝুলিতে অসংখ্য পুরস্কার পদ্মশ্রী রেখার।
  • চিরকালই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। দু’বার বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে দুই স্বামীই প্রয়াত।

https://www.instagram.com/p/CCkJ3xPHksG/

  • অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক বলিউডের চিরকালীন চর্চার বিষয়। আজও দু’জনের প্রেম সিনে দুনিয়ার ‘গসিপ টপিক’।
  • চিরকালই নিজের স্টাইল, গ্ল্যামার এবং ড্রেসিং সেন্সে নজর কেড়েছেন নায়িকা। তবে সবচেয়ে বেশি শাড়ি পরতে পছন্দ করেন তিনি।
  • চিরসবুজ রেখার জীবনের বেশিরভাগ অংশই রহস্য়াবৃত। অনেকেই জানেন না রেখার ছ’জন বোন আছেন। রেখার মতো সুপারস্টার না হলেও নিজেদের কাজের দুনিয়ায় তাঁরা স্বমহিমায় উজ্জ্বল।

আরও পড়ুন: সাদা বিকিনি, মাথায় ফুল…মালদ্বীপে জলকেলিতে মত্ত তাপসী পান্নু

  • রেখার বাবা জেমিনী গণেশন ছিলেন তামিল ছবির ইন্ডাস্ট্রির সুপারস্টার। তিন বার বিয়ে করেছিলেন তিনি। প্রথম পক্ষের বিয়েতে চার মেয়ে, দ্বিতীয় পক্ষে দুই মেয়ে এবং তৃতীয় পক্ষের বিয়েতে একটি মেয়ে ও একটি ছেলের বাবা হন তিনি।
  • রেখা এবং রাধা ছিলেন জেমিনীর দ্বিতীয় স্ত্রী সন্তান। ছোট থেকেই অভিনয় করতে শুরু করেছিলেন তাঁরা। জেমিনীর অন্য সন্তানরাও ছোট থেকেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছিলেন। বাবার সঙ্গে তিক্ততা থাকলেও বৈমাত্রেয় ভাইবোনদের সঙ্গে রেখার সম্পর্ক ভাল ছিল।
  • রেখার বাকি পাঁচজন বৈমাত্রেয় বোন হলেন রেবতী স্বামীনাথন, কমলা সেলভারাজ, জয়া শ্রীধর, নারায়ণী গণেশন এবং বিজয়া চামুণ্ডেশ্বরী। তাঁদের একমাত্র ভাইয়ের নাম সতীশকুমার।

https://www.instagram.com/p/CDftVgini4r/

  • রেখার নিজের বোন রাধাও ছিলেন অভিনেত্রী। দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। তবে খ্যাতির দিক দিয়ে তিনি রেখার ধারে কাছে পৌঁছতে পারেননি। বিয়ের পরে রাধা সিনেমায় অভিনয় ছেড়ে দেন।
  • রেখার দিদি রেবতী স্বামীনাথন আমেরিকার প্রখ্য়াত চিকিৎসক। তিনি আমেরিকার ইলিনয়ে অঙ্কোলজিস্ট হিসেবে কর্মরত।
  • রেখার আর এক দিদি কমলা সেলভারাজও একজন চিকিৎসক। তিনি চেন্নাইয়ে কর্মরত। নিজের হাসপাতালের নাম রেখেছেন বাবা জেমিনী গণেশনের নামে—‘জি জি হাসপাতাল’।

https://www.instagram.com/p/B8tkfy-nzvw/

  • নারায়ণী গণেশন, রেখার আর এক দিদি পেশায় সাংবাদিক। একটি সর্বভারতীয় সংবাদপত্রে দীর্ঘদিন তিনি কাজ করছেন সহকারী সম্পাদক হিসেবে।
  • রেখার আর এক বৈমাত্রেয় দিদি বিজয়া চামুণ্ডেশ্বরী প্রতিষ্ঠিত ফিটনেস এক্সপার্ট।
  • রেখার বৈমাত্রেয় বোন তথা জেমিনী গণেশনের সর্বকনিষ্ঠ সন্তান জয়া শ্রীধরও একজন চিকিৎসক।

আরও পড়ুন: রতন কাহারের সঙ্গী ইমন, তবলা-ফোক-এর মিশেলে মুক্তি পেল ‘গাঁদা ফুল’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest