কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে চলে গেলেন দীলিপ কুমারের ছোট ভাই আসলাম খান। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের তরফে প্রকাশ করা হয় ওই খবর।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ অগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খান। করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পরই দুই ভাইকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল বলে জানানো হয়েছিল। তবে কোভিড যুদ্ধে হার মানলেন প্রবীণ অভিনেতার ছোট ভাই। শুক্রবার সকালে জীবনাবসান হয় আসলাম খানের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর ডায়াবিটিজ, হাইপারটেনশন ও হার্টের সমস্যা ছিল।
আরও পড়ুন: সাত পাকে বাঁধা পরতে চলেছে কর্ণ ও রাধিকা… নতুন কোনও ঝড়ের সম্মুখীন হবে না তো এই নবদম্পতি?
দিলীপ কুমারের দুই ভাইয়ের চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তার আগেই জানিয়েছিলেন, ‘বয়স ও কো-মর্বিটিজ থাকায় তাঁদের দু জনের অবস্থায় আশঙ্কাজনক। তাঁদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।’ এহসান ও আসলাম খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে সায়রা বানু জানিয়েছিলেন, ‘জলিল পারকার ও কার্ডিয়োলজিস্ট নিতিন গোখেল তাঁদের চিকিত্সা করছেন। ঈশ্বরের কৃপায় তাঁরা ভালো হয়ে উঠুক, এই প্রার্থনা করুন।’
হাসপাতালে ভর্তি থেকেই তাঁরা ভেন্টিলেটরে ছিলেন। এহসান খানের বয়স ৯০ ও আসলাম খানের বয়স ছিল ৮৮।দুজনের শরীরেই অক্সিজেনের মাত্রা ব্যাপক হারে কমে যায়, ৮০%-এরও কম ছিল অক্সিজেন।
আরও পড়ুন: অন্তর্বাস থেকে হেয়ারকাট, নেটিজেনদের ট্রোলের নিশানায় স্বস্তিকা, সামাল দিলেন কড়া হাতে