গুরুতর অসুস্থ রণবীর কাপুর, কি হয়েছে জানালেন মা নীতু

২০২১ সালের শুরু থেকে একাধিক নতুন ছবিতে কাজ শুরু করেছেন রণবীর। ‘শামসেরা’, পরিচালক লব রঞ্জনের পরবর্তী ছবি এবং ‘অ্যানিমাল’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড আক্রান্ত বলি অভিনেতা রণবীর কাপুর। মঙ্গলবার দুপুরে খবরটি জানালেন তারকার মা অভিনেত্রী নীতু কাপুর। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ছেলের অসুস্থতার কথা জানালেন তিনি। প্রার্থনার জন্য ধন্যবাদ জানালেন রণবীরের অনুরাগীদের। পোস্ট সূত্রেই জানা যায়, রণবীর এখন চিকিৎসাধীন। নিভৃতবাসে রয়েছেন।

নিশ্চিত খবর পাওয়া যাচ্ছিল না। সূত্র মারফত খবর ছড়িয়েছিল, রণবীর কাপুর অসুস্থ। তিনি নিভৃতবাসে রয়েছেন। অসুস্থতার কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিবারের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি তখনও। তবে তাঁর কাকা রণধীর কাপুর স্বীকার করেছিলেন ভাইপোর অসুস্থতার কথা।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর বলেছেন, ‘রণবীরের শরীর ঠিক নেই৷ কিন্তু এটা জানা নেই যে ও করোনায় আক্রান্ত নাকি অন্যকিছু হয়েছে।’ দিনকয়েক আগেই ‘যুগ যুগ জিও’-র শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন রণবীরের মা নীতু কাপুর। আপাতত সম্পূ্র্ণ সুস্থ আছেন তিনি। এ বারে তাঁর ছেলে বলিউডের প্রথম সারির অভিনেতাও করোনা আক্রান্ত হলেন।

 

View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

আরও পড়ুন: পিতৃহারা হলেন গওহর খান, চোখের জলে বিদায় জানালেন অভিনেত্রী

পরিবার সূত্রে খবর নিশ্চিত না করা পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা যাচ্ছিল না। তবে নীতু কপূরের ইনস্টা-পোস্টের পর জল্পনার অবসান ঘটে। ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দেওয়া শুরু হয়েছে নেটমাধ্যমে।

২০২১ সালের শুরু থেকে একাধিক নতুন ছবিতে কাজ শুরু করেছেন রণবীর। ‘শামসেরা’, পরিচালক লব রঞ্জনের পরবর্তী ছবি এবং ‘অ্যানিমাল’। এ দিকে করোনার দাপট ফের বেড়েছে মুম্বইয়ে। মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানানো হয়েছে সরকারের তরফে।

আরও পড়ুন: নারী দিবসে নতুন ছবি…৮ মাস পরে ইনস্টাগ্রামে পোস্ট রিয়ার, স্বাগত জানালেন সেলেব থেকে সাধারণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest