কিটো ডায়েটের জের, অকালে প্রয়াত বলিউডের এই বাঙালি অভিনেত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাত্র ২৭ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। বলিউডে পরিচিত মুখ মিষ্টির প্রতিনিধির বিবৃতি অনুযায়ী, শুক্রবার রাতে বেঙ্গালুরুতে তাঁর মৃত্যু হয়েছে। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে বলিউডে। শোকে বিহ্বল তাঁর বাবা–মা ও ভাই।

জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে তিনি কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল। ইদানিং কিটো ডায়েট শুরু করেছিলেন। এতে তিনি সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন। মিষ্টির প্রতিনিধির দাবি, বিশেষ ওই ডায়েটের জেরেই কিডনি অকেজো হয়ে গিয়ে শুক্রবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: তিন নারীর জীবনযুদ্ধ…পুজোতে মুক্তি পেতে চলেছে ‘গুলদস্তা’

২০১৩ সালে ‘‌ম্যায় কৃষ্ণা হুঁ’‌ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি। এর পর ‘‌লাইফ কি তো লগ গই’‌–সহ বেশ কিছু ছবি ও মিউজিক ভিডিও–তে কাজ করেছেন তিনি। দক্ষিণের কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।  কাজ করেছেন তেলুগু ছবিতেও। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

এরই মধ্যে ২০১৪ সালে পর্ন ছবি বানানোর অভিযোগে তাঁকে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে গ্রেফতারও করে পুলিশ। ওই ঘটনায় তাঁর বাবা, ভাইও জড়িত ছিল বলে অভিযোগ। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন মিষ্টি । তিনি জানিয়েছিলেন, তাঁর বাড়ির পরিচারিকারা তাঁদের ফাঁসাচ্ছে । গোয়া এসে ফিরে এসে তাঁরা দেখেন বাড়িতে সব জিনিসপত্র ছড়ানো । ১ লাখ টাকার জিনিস গায়েব হয়ে গিয়েছে । সিসিটিভি ফুটেজে কোনও রেকর্ড নেই । তবে পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরাও সবটা অস্বীকার করেছিলেন । পরে জামিনে মুক্তি পান মিষ্টি ও তাঁর পরিবার।

আরও পড়ুন: তিন নারীর জীবনযুদ্ধ…পুজোতে মুক্তি পেতে চলেছে ‘গুলদস্তা’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest